শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন উড

চোটজর্জর ক্যারিয়ারে আরেকবার ধাক্কা খেলেন মার্ক উড। সাইড স্ট্রেইনের জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের গতিময় এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2020, 01:16 PM
Updated : 28 Feb 2020, 01:22 PM

আগামী মাসে হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য উডের বদলি হিসেবে ডাক পেয়েছেন এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার সাকিব মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজের সময় চোট পান উড। দেশে ফেরার পর লন্ডনে একাধিক স্ক্যান করানো হয়। তাতে তার বাম পাশে ছোট চিড় ধরা পড়ে।

সেরে ওঠার জন্য ইংল্যান্ড ও ডারহামের চিকিৎসক দলের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।

গত বিশ্বকাপ ফাইনালেও একই জায়গায় চোট পেয়েছিলেন উড। এতে দেশের মাটিতে অ্যাশেজ সিরিজে খেলতে পারেননি।

২০১৫ সালে টেস্ট অভিষেকের পর থেকে একাধিক চোট ভুগিয়েছে তাকে। গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে তিনবার। গত পাঁচ বছরে টেস্ট খেলতে পেরেছেন কেবল ১৫টি।

উডের ছিটকে যাওয়াটা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা বটে। চোটের জন্য আগেই জফ্রা আর্চার ও জেমস অ্যান্ডারসনকে এই সফর থেকে হারিয়েছে তারা।

আগামী সোমবার শ্রীলঙ্কা উড়াল দেবে ইংল্যান্ড দল। ১৯ মার্চ গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।