দ. আফ্রিকা ওয়ানডে দলে মহারাজ, নেই দু প্লেসি

লম্বা সময় পর দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও ওয়ানডে সিরিজের দলে নেই সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 12:03 PM
Updated : 26 Feb 2020, 01:02 PM

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন ইয়ানেমান মালান, কাইল ভেরেইনের মতো তরুণরা।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, দু প্লেসির সঙ্গে বিশ্রাম পেয়েছেন রাসি ফন ডার ডাসেন ও ডোয়াইন প্রিটোরিয়াস।

দক্ষিণ আফ্রিকার নির্বাচক লুক জন্ডি জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে সাদা বলের পারফরম্যান্স দলে ফিরিয়েছে লাল বলের নিয়মিত মুখ মহারাজকে। ২০১৮ সালে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

আগামী শনিবার পার্লে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।

দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক (কিপার, অধিনায়ক), টেম্বা বাভুমা, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, আন্দিলে ফেলুকওয়ায়ো, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিডি, বিউরান হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, ইয়ানেমান মালান, জন-জন স্মাটস, আনরিক নরকিয়া, লুথো সিপামলা, কেশব মহারাজ, কাইল ভেরেইন।