ওয়েস্ট ইন্ডিজকে ভড়কে দিয়েছিল থাইল্যান্ড

বিশ্ব আসরে প্রথম ম্যাচ। ব্যাটিং পারফরম্যান্সে স্পষ্ট ফুটে উঠেছে অনভিজ্ঞতা। তবে বোলিংয়ে পুরো উল্টো চিত্র দেখাল থাইল্যান্ড। উজ্জীবিত পারফরম্যান্সে থাই মেয়েরা চাপে ফেলে দিয়েছিল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে। শেষ পর্যন্ত অবশ্য মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে ক্যারিবিয়ানরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2020, 02:07 PM
Updated : 22 Feb 2020, 02:07 PM

পার্থে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচটিতে টস জয়ী থাইল্যান্ড ২০ ওভার খেলে করতে পারে ৯ উইকেটে ৭৮ রান। ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার।

কিন্তু বল হাতে চমকে দেয় নবীন দলটি। ২৭ রানের মধ্যে তুলে নেয় ক্যারিবিয়ানদের ৩ উইকেট। ওভার চলছে তখন ৭টি!

এরপর আর ক্যারিবিয়ানদের অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেনি থাই মেয়েরা। স্টেফানি টেইলর ও শিমাইন ক্যাম্পবেলের জুটি জিতিয়ে দেয় সাবেক চ্যাম্পিয়নদের। তবে খেলতে হয়েছে তাদের সপ্তদশ ওভার পর্যন্ত।

বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ২৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা ক্যারিবিয়ান অধিনায়ক টেইলর।