আকবর-হৃদয়দের হারিয়ে যাওয়া ঠেকাতে অনূর্ধ্ব-২১ দল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2020 09:56 PM BdST Updated: 12 Feb 2020 09:57 PM BdST
বয়সভিত্তিক ক্রিকেটের শেষ ধাপ পার হলে কিভাবে যেন হারিয়ে যান বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার। দেরিতে হলেও বোধোদয় হয়েছে বিসিবির। সম্ভাবনাময় এই ক্রিকেটারদের ধরে রাখতে নিয়েছে উদ্যোগ। বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, অনূর্ধ্ব-২১ দল শুরু করতে যাচ্ছেন তারা। এর শুরুটা হবে এবারের যুব বিশ্বকাপজয়ী দলটির খেলোয়াড়দের দিয়ে।
এই সময়ে মাসে এক লাখ টাকা করে বেতন পাবেন আকবর আলী-তৌহিদ হৃদয়রা। যা কেন্দ্রীয় চুক্তিতে থাকা রুকি খেলোয়াড়দের চেয়ে বেশি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলটির ক্রিকেটারদের সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিবি। নাজমুল হাসান জানান, এই সময়ে দলটি থাকবে বিশেষ পরিচর্যায়।
“ওদেরকে বলেছি, আর্থিক কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। শুধু খেলায় মনোযোগ দেওয়ার জন্য বলেছি। আগেও অনূর্ধ্ব-১৯ দল এসেছে, এদের থেকে হাই পারফরম্যান্স ইউনিটে (এইচপি) যেতে পারতো কেউ কেউ। বাকিরা কিন্তু অনেকেই হারিয়ে গেছে। আমরা ঠিক করেছি অনূর্ধ্ব-২১ একটা ইউনিট গঠন করব। এই অনূর্ধ্ব-১৯ দলকে আরও দুই বছর বিশেষ অনুশীলনের ব্যবস্থা করব।”

বিসিবির এমন উদ্যোগে সন্তুষ্ট আকবর। সম্ভাবনাকে পূর্ণতা দিতে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করার প্রতিশ্রুতি দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
“ক্রিকেট বোর্ড থেকে যেটা পাবো তার জন্য তাদেরকে আগে থেকেই ধন্যবাদ দিয়ে রাখছি। বোর্ড থেকে এমন কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ খেলতে যাইনি। বিসিবি আমাদের নিয়ে যে পরিকল্পনা করছে তা বাস্তবায়নে আমরা কাজ করে যাব। আগামী দুই বছরে নিজেদের স্কিল ও মানসিক উন্নতির কাজ করব।”
-
অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই
-
উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
-
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
-
ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
-
নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল