আইসিসির বর্ষসেরা ক্রিকেটার স্টোকস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2020 12:52 PM BdST Updated: 15 Jan 2020 02:45 PM BdST
সোনায় মোড়ানো বছরে সোনালী স্বীকৃতি পেলেন বেন স্টোকস। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে বীরোচিত পারফরম্যান্স, অ্যাশেজে অসাধারণ নৈপুন্য আর বছরজুড়ে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার। জিতেছেন মর্যাদার স্যার গ্যারি সোবার্স ট্রফি।
আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছেন প্যাট কামিন্স, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার রোহিত শর্মা। সেরা উদীয়মান ক্রিকেটার প্রত্যাশিতভাবেই অস্ট্রেলিয়ার মানার্স লাবুশেন। ভারতীয় পেসার দিপক চাহার জিতেছেন সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্সের পুরস্কার।
বিরাট কোহলি পেয়েছেন ‘স্পিরিট অব দা ক্রিকেট’ পুরস্কার। বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামা স্টিভেন স্মিথকে বিশ্বকাপের ম্যাচে যখন দুয়ো দিচ্ছিলেন দর্শকেরা, কোহলি তখন মাঠ থেকে দর্শকদের আহবান জানিয়েছিলেন দুয়ো না দিয়ে অনুপ্রেরণা জোগাতে। ভারতীয় অধিনায়ক স্বীকৃতি পেয়েছেন সেটির জন্যই।
এছাড়া আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন কোহলি। সহযোগী দেশগুলির সেরা ক্রিকেটার স্কটল্যান্ডের কাইল কোয়েটজার। সেরা আম্পায়ারের পুরস্কার প্রথমবার জিতেছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ।
স্টোকসের বর্ষসেরা স্বীকৃতি নিয়ে দ্বিমত থাকতে পারে সামান্যই। গত বছর টেস্টে ৮২১ রান করেছেন এই অলরাউন্ডার, উইকেট নিয়েছেন ২২ টি। ওয়ানডেতে করেছেন ৭১৯ রান, উইকেট ১২টি।
বিশ্বকাপ ফাইনালে তার নায়কোচিত পারফরম্যান্সেই শিরোপা জিতেছে ইংল্যান্ড। ঘরের মাঠে অ্যাশেজ জিততে না পারলেও স্টোকসের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। দলের বিপর্যয়ে অসাধারণ দুটি সেঞ্চুরি করেছেন তিনি অ্যাশেজে, যার একটিতে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলে জিতিয়েছেন দলকে।
বর্ষসেরার স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত স্টোকস।
“সর্বসেরা ক্রিকেটারের স্বীকৃতি স্যার গ্যারি সোবার্স ট্রফি জিততে পারাটা দারুণ তৃপ্তিদায়ক। ইংল্যান্ড ক্রিকেটের জন্য গত ১২ মাস ছিল অবিশ্বাস্য, বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে পারা ছিল আমাদের সেরা অর্জন। গত ১২ মাস আমার ক্যারিয়ারেও সেরা সময়। এই বছরের অর্জনই সামনের বছরগুলিতে আমাদের আরও সাফল্য পেতে অনুঘটক হিসেবে কাজ করবে।”
ইংলিশ ক্রিকেটারদের মধ্যে বর্ষসেরার স্বীকৃতি স্টোকসের আগে পেয়েছিলেন কেবল দুইজন। ২০০৫ সালে অ্যান্ড্রু ফ্লিন্টফ (জ্যাক ক্যালিসের সঙ্গে যৌথভাবে) ও ২০১১ সলে জোনাথন ট্রট।
বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য কিছুদিন আগে বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বও মনোনীত হয়েছিলেন স্টোকস।
-
ম্যাথিউস-ধনাঞ্জয়ার ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা
-
আড়ালের ছবিগুলো হৃদয় গহীনেই রাখছেন লিটন
-
মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
-
‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
-
সমালোচনাকে আর পাত্তা দেন না লিটন
-
মুশফিকের সঙ্গে জুটির রসায়ন নিয়ে লিটন
-
প্রচুর অনুশীলন করে সফল রাজিথা
-
‘যেখানে আছি, ভালো আছি’, ব্যাটিং পজিশন নিয়ে লিটন
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ