অস্ট্রেলিয়া দলে ফিরলেন ডার্সি শর্ট

আসন্ন ভারত সফরে শন অ্যাবোটের পরিবর্তে অস্ট্রেলিয়া ওয়ানডে দলে যুক্ত হয়েছেন বাঁহাতি ওপেনার ডার্সি শর্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2019, 09:00 AM
Updated : 30 Dec 2019, 09:00 AM

বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলার সময় চোট পান অ্যাবোট। চার সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডে খেলা ডানহাতি এই পেসারকে। তার পরিবর্তে শর্টকে নেওয়ার বিষয়টি সোমবার জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

দলে আছেন চার পেসার প্যাট কামিন্স, জস হেইজেলউড, মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসন। টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি রিস্ট স্পিন করতে পারেন শর্ট। এই কারণে তাকে দলে নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক ট্রেভর হন্স।

২০১৮ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর এ পর্যন্ত চারটি ওয়ানডে খেলেছেন শর্ট। সবশেষ খেলেছেন ওই বছরেরই নভেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আগামী ১৪ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), অ্যালেক্স কেয়ারি (সহ-অধিনায়ক), ডার্সি শর্ট, অ্যাশটন অ্যাগার, পিটার হ্যান্ডসকম, জশ হেইজেলউড, মার্নাস লাবুশেন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।