প্রথম দুই ম্যাচ রান তাড়ায় জেতা আফগানিস্তান এবার পাত্তাই পেল না।
সেঞ্চুরিয়ান টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার ফিল্ডিংয়ের সময় বাম হাতের অনামিকায় আঘাত পান মারক্রাম। প্রাথমিক চিকিৎসা নিয়ে অবশ্য খেলা চালিয়ে যান তিনি। পরে এক্স-রেতে চিড় ধরা পড়ে।
আগামী সপ্তাহের শুরুতে তার হাতে অস্ত্রোপচার করানো হবে বলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক বিবৃতিতে জানানো হয়েছে। সেরে উঠতে কমপক্ষে আট সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
চোটের কারণে লম্বা সময় বাইরে থাকার পর মাঠে ফিরে এই ম্যাচের দুই ইনিংসে ২০ ও ২ রান করেন মারক্রাম। গত অক্টোবরে পুনে টেস্টে কব্জির চোটে পড়ায় সদ্য শেষ হওয়া ঘরোয়া টি-টোয়েন্টি লিগ মাজানসি সুপার কাপে খেলতে পারেননি ২৫ বছর বয়সী এই ডানহাতি।