আইপিএলে কামিন্সের ১৫ কোটি, ম্যাক্সওয়েল ১১ কোটি

নিলামের আগেই দুজন ছিলেন আগ্রহের কেন্দ্রে। তাদেরকে দলে পাওয়ার লড়াই জমবে তুমুল, অনেকটাই ছিল অনুমিত। তবে টাকার অঙ্ক যে উচ্চতা স্পর্শ করল, সেটি ছিল হয়তো অনেকের ধারণার বাইরে। ১৫ কোটি ৫০ লাখ রুপিতে প্যাট কামিন্সকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে টেনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2019, 11:28 AM
Updated : 19 Dec 2019, 03:33 PM

আইপিএলের আগামী আসরের নিলাম হয়েছে বৃহস্পতিবার কলকাতায়। নিলামে সবচেয়ে বেশি পারিশ্রমিকে দল পেয়েছেন এই দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

চোখধাঁধানো অঙ্কে দল পেয়েছেন ক্রিস মরিসও। দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডারকে ১০ কোটি রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

তাদের চেয়েও বড় চমক উপহার দিয়েছেন সম্ভবদ শেলডন কটরেল ও নাথান-কোল্টার নাইল। ক্যারিবিয়ান বাঁহাতি পেসার কটরেলকে সাড়ে ৮ কোটি রুপিতে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। অস্ট্রেলিয়ান পেস বোলিং অলরাউন্ডার কোল্টার-নাইল কিংস ইলেভেনেই যাচ্ছেন ৮ কোটি রুপিতে।

দিল্লি ক্যাপিটালস ৭ কোটি ৭৫ লাখ রুপিতে নিয়েছেন আগ্রাসী ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে।

আইপিএলের অভিজ্ঞ ক্রিকেটার লেগ স্পিনার পিযুষ চাওলা ১ কোটি ভিত্তিমূল্য নিয়ে পাচ্ছেন সাড়ে ৬ কোটি রুপি। খেলবেন চেন্নাই সুপার কিংসে।

এছাড়াও বড় অঙ্কের পারিশ্রমিকে দল পেয়েছেন দুই ইংলিশ ক্রিকেটার ওয়েন মর্গ্যান ও স্যাম কারান। ইংল্যান্ডের রঙিন পোশাকের অধিনায়ক মর্গ্যানকে ৫ কোটি ২৫ লাখ রুপিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান সাড়ে ৫ কোটি রুপিতে খেলবেন চেন্নাই সুপার কিংসে।

প্রথম দফায় অবিক্রীত অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস পরে নাটকীয়ভাবে পেয়েছেন ৪ কোটি ৮০ লাখ রুপি। খেলবেন দিল্লি ক্যাপিটালসে। প্রথম দুই দফায় দল না পেলেও শেষ দফায় ডেল স্টেইন পেয়েছেন ঠিকানা। ২ কোটি রুপিতে তাকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ৪ কোটি ৪০ লাখ রুপিতে নিয়েছে র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৩ কোটি রুপিতে রবিন উথাপ্পা খেলবেন রাজস্থান রয়্যালসে, ২ কোটি রুপিতে ক্রিস লিন মুম্বাই ইন্ডিয়ান্সে, দেড় কোটি রুপিতে জেসন রয় ও ক্রিস ওকস খেলবেন দিল্লি ক্যাপিটালসে।

গত আইপিএলে ২০ লাখ রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ৮ কোটি ৪০ লাখ পেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন বরুণ চক্রবর্তি। কিন্তু পারফরম্যান্স করতে পারেননি প্রত্যাশামতো। তার পরও এবার এই স্পিনার মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন আবার। ৪ কোটি রুপিতে তাকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের নিলামে আগে কয়েক দফায় বড় অঙ্কের পারিশ্রমিক পেয়ে আলোচনার ঝড় তোলা বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট এবার ৩ কোটি রুপিতে খেলবেন পুরোনো দল রাজস্থান রয়্যালসে। ৩ কোটিতেই ইংলিশ পেসার ক্রিস জর্ডানকে পেয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাব।

ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিকতম সেনসেশন ১৭ বছর বয়সী ব্যাটসম্যান যাশাসবি জয়সওয়ালকে ২ কোটি ৪০ লাখ রুপিতে নিয়েছে রাজস্থান।

অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন ৪ কোটি রুপিতে খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। তার স্বদেশি অলরাউন্ডার মিচেল মার্শকে নিতে সানরাইজার্স হায়দরাবাদের খরচ ২ কোটি রুপি।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রিয়ম গার্গ ও আরেক তরুণ ব্যাটসম্যান বিরাট সিং খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে। দুজনেরই পারিশ্রমিক ১ কোটি ৯০ লাখ।

প্রায় অচেনা রবি বিষ্ণই চমক দিয়েছেন ২ কোটি রুপি পেয়ে। ১৯ বছর বয়সী লেগ স্পিনারকে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এখনও কোনো স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ না খেলা ১৯ বছর বয়সী পেসার কার্তিক তিয়াগি ১ কোটি ৩০ লাখ রুপিতে খেলবে রাজস্থান রয়্যালসে।

ব্যাটিং ঝড়ে একসময় আইপিএল মাতানো ডেভিড মিলারের প্রতি এখন আর ততটা আগ্রহ নেই দলগুলির। ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতেই তাকে পেয়ে গেছে রাজস্থান রয়্যালস। নিউ জিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে ৫০ লাখেই পেয়ে গেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

বাংলাদেশের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান দল পাননি নিলামে। অবিক্রীতদের মধ্যে উল্লেখযোগ্য আরও আছেন মার্টিন গাপটিল, এভিন লু্‌ইস, কুসল পেরেরা, শেই হোপ, অ্যাডাম জ্যাম্পা, টিম সাউদি, ইশ সোধি, কলিন ডি গ্র্যান্ডহোম, কলিন মানরো, বেন কাটিং, কলিন ইনগ্রাম, আলজারি জোসেফ, কার্লোস ব্র্যাথওয়েট ও একসময় আইপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ইউসুফ পাঠান।