ইনিংস বড় করতে হবে : মিরাজকে মুশফিক
ইন্দোর থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2019 10:05 PM BdST Updated: 18 Nov 2019 10:06 PM BdST
অনুশীলনের ফাঁকে অনেকটা সময় ধরে মুশফিকুর রহিমের সঙ্গে কথা বলতে দেখা গেল মেহেদী হাসান মিরাজকে। কি কথা বলছিলেন তারা? অনুশীলন শেষে মিরাজ জানালেন, কিভাবে ইনিংস বড় করা যায়, সে ব্যাপারে তাকে পরামর্শ দিচ্ছিলেন মুশফিক।
অভিজ্ঞ এই ব্যাটসম্যানের সঙ্গে ব্যাটিং বরাবরই উপভোগ করেন মিরাজ। তরুণ এই অফ স্পিনিং অলরাউন্ডারের বড় জুটির বেশিরভাগই মুশফিকের সঙ্গে। ইন্দোর টেস্টেও দ্বিতীয় ইনিংসে দুই জনে গড়েন ৫৯ রানের জুটি।
“মুশফিক ভাই বেশির ভাগ সময়ই আমার সাথে কথা বলেন। ওয়ানডে বা টেস্ট যাই বলেন, আমার যতগুলো বড় জুটি হয়েছে, তার সাথেই হয়েছে।”
“উনি আমাকে বলছিলেন, ব্যাটিংটা ভালো হচ্ছে। তবে এখানে ভালো বলের পরিমাণ বেশি থাকবে। যত ভালো দলের সঙ্গে খেলবে, ভালো বলের পরিমাণ তত বেশি হবে। স্কোরিং শট খেলার সুযোগ অনেক কম পাওয়া যায়। যতটা নিজেকে সামলে রাখা যায়…ইনিংস বড় করতে এগুলো নিয়েই আমাকে পরামর্শ দিচ্ছিলেন।”
ইন্দোরে টেস্টে তৃতীয় দিন চা-বিরতির পর প্রথম ওভারে ফিরে যান মিরাজ। তার বিদায়ের পর বেশিদূর এগোতে পারেনি বাংলাদেশ। ম্যাচ হেরে যায় তিন দিনেই। সেদিন মুশফিককে আরেকটু বেশি সময় দিতে না পারার আক্ষেপ পোড়াচ্ছে মিরাজকে।
“মুশফিক ভাই শেষ ইনিংসে অনেক ভালো ব্যাট করছিলেন। কিন্তু আমরা লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা সাপোর্ট দিতে পারিনি। সেটা করতে পারলে দলের জন্য ভালো হতো।”
“এটা নিয়ে আমাদের কথা হয়েছে। কোচও আমাদের সঙ্গে কথা বলেছেন, ক্রিজে যে ব্যাটসম্যান থাকবে, তাকে সাপোর্ট দিতে হবে। যেন ২০-৩০ রান করতে পারে বা ২০-৩০ বল খেলে ব্যাটসম্যানকে আত্মবিশ্বাস দিতে পারে। আমার সঙ্গে কথা হয়েছে আলাদা করে, যেন ব্যাটসম্যানকে বেশি খেলার সুযোগ করে দিতে পারি।”
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’