ভারত মরিয়া, অধীর অপেক্ষায় বাংলাদেশ

ভারত যে ঘুরে দাঁড়াতে মরিয়া সেটা বেশ ভালোভাবে বুঝতে পারছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক জানালেন, সিরিজ জেতার সুযোগ কাজে লাগাতে অধীর হয়ে আছে বাংলাদেশও।

ক্রীড়া প্রতিবেদকরাজকোট থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 10:56 AM
Updated : 6 Nov 2019, 03:48 PM

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। এর আগের দিন দলের অনুশীলন শেষে মাহমুদউল্লাহ জানান, দিল্লিতে হারের পর প্রতিপক্ষ কতটা তেতে আছে অনুভব করতে পারছেন তিনি।  

“আমরা হয়তো কিছুটা হলেও আঁচ করতে পারছি, তারা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করবে।”

“ওরা মরিয়া হয়ে আছে, আমরাও কিন্তু মরিয়া হয়ে আছি। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য। আমরা প্রথমবারের মতো ভারতে একটা দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে এসেছি। যদি আমরা ভালো খেলে সিরিজটা জিততে পারি আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে।”

জিততে কি করতে হবে ভালো করে জানা আছে মাহমুদউল্লাহর।

“টি-টোয়েন্টিতে আমার মনে হয়, আপনি যদি উইকেট বুঝতে পারেন, সেই অনুযায়ী বোলিংয়ের লেংথ ঠিক করতে পারেন এবং ফিল্ড প্লেসিং করতে পারেন তাহলে আপনার জেতার ভালো সুযোগ থাকবে।”

“টি-টোয়েন্টি ক্রিকেটই এমন, এখানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা পরিকল্পনা নিয়ে আপনি এগোলেন এরপর হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো, এই ধরনের মানিয়ে নেওয়ার সামর্থ্য থাকা বেশি প্রয়োজন।”

ভারতের বোলিং আক্রমণ একটু অনভিজ্ঞ। তবে তাতে বৈচিত্র্যের অভাব নেই। নেই কেবল একজন বাঁহাতি রিস্ট স্পিনার। মাহমুদউল্লাহ মনে করেন, এমন একটা বোলিং আক্রমণের বিপক্ষে প্রথম বল থেকে থাকতে হবে ইতিবাচক।

“তাদের বোলিং আক্রমণে বৈচিত্র্য আছে। ভালো কিছু স্পিনার আছে, পেসার আছে। আমাদের প্রথম বল থেকেই দাপট দেখাতে হবে তাহলে মোমেন্টাম আমাদের দিকে আসবে।”