আগ্রাসী আফিফ-আমিনুল-নাঈমকে চান অধিনায়ক

সীমিত সুযোগে নিজেদের সামর্থ্য দেখানো আফিফ হোসেন, আমিনুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখকে নিয়ে দারুণ আশাবাদী মাহমুদউল্লাহ। তরুণ সতীর্থদের আগ্রাসী ক্রিকেট খেলে যাওয়ার পরামর্শ দিলেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 12:58 PM
Updated : 6 Nov 2019, 03:48 PM

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে আগ্রাসী ক্রিকেটে ভারতকে চেপে ধরে বাংলাদেশ। ৭ উইকেটে জিতে এগিয়ে যায় সিরিজে। প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সফরে এসে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ইতিহাস গড়তে মাহমুদউল্লাহর বাজি তরুণরা।

“আমাদের তরুণদের সুযোগ করে দিতে হবে। যেন তারা নিজেদের প্রমাণ করতে পারে। আফিফ, আমিনুল, নাঈম এর মধ্যেই নিজেদের প্রমাণ করেছে। আমাদের পাইপলাইনে আরও খেলোয়াড় আছে। আশা করি, সবাই মিলে ভালো কিছু কাল দেখাতে পারব।”

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরিকল্পনাই ছিল আগ্রাসী ক্রিকেট খেলার। অভিষিক্ত নাঈম কিংবা দ্বিতীয় ম্যাচ খেলতে নামা আমিনুলের শরীরী ভাষায় ছিল বারুদ। সতীর্থদের এটা ধরে রাখার তাগিদ দিলেন অধিনায়ক।

“আমাদের অ্যাপ্রোচ ঠিক থাকতে হবে। জিতি বা হারি, পরের ব্যাপার। কিন্তু অ্যাপ্রোচ রাখতে হবে ইতিবাচক। আফিফ, নাইম, বিপ্লব তারা প্রমাণ করেছে তারা সামর্থ্য রাখে বড় কিছু করার। আশা করি, কালও তারা একই আগ্রাসী মেজাজ নিয়ে নামবে।”