আগের ম্যাচ 'ভুলে গেছে' ভারত

প্রথম টি-টোয়েন্টিতে হেরে স্বাভাবিকভাবেই কিছুটা ধাক্কা খেয়েছে ভারত। তবে দ্বিতীয় ম্যাচের আগে সেই হার মাথায় রাখছে না তারা। লেগস্পিনার যুজবেন্দ্র চেহেল জানালেন, আগের ম্যাচ ভুলে সামনে তাকিয়ে দলের সবাই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 11:45 AM
Updated : 5 Nov 2019, 01:34 PM

দিল্লিতে রোববার তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরেছে ভারত। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২৪ রান দিলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি চেহেল।

দিল্লির হার ভুলে রাজকোটের দ্বিতীয় ম্যাচে ভারত ‘নতুন করে শুরু’ করবে বলে আশাবাদ চেহেলের।

“আমরা ইতিবাচক আছি। এমন নয় এর আগে কখনও কোনো সিরিজের প্রথম ম্যাচে হারিনি, পরে সেই সিরিজ জিতিনি। আগের ম্যাচ আমরা ভুলে গেছি।”

“আগের ম্যাচ নিয়ে ভাবলে, কিছু ইতিবাচক ব্যাপার হয়তো আসবে , তবে নেতিবাচক ব্যাপারই বেশি আসবে। এখানে যখন এসেছি, তখনই পেছনের ব্যাপার ভুলে গেছি। এখানে নতুন শুরুর দিকে তাকিয়ে আছি। আশা করি আমরা জিততে পারব।”

চেহেলদের নতুন শুরুর সেই ম্যাচ বৃহষ্পতিবার, রাজকোটে।