উদযাপন এখনই নয়: মুশফিক

গত কিছু দিন বাংলাদেশ যে অবস্থার মধ্য দিয়ে গেছে তাতে জয়ের উদযাপন বাঁধনহারা হলেও অবাক হওয়ার মতো কিছু থাকতো না। সেখানে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ে দৃশ্যমান কোনো উদযাপনই করল না সফরকারীরা। মুশফিকুর রহিম জানিয়েছেন, সিরিজ জেতার পরই কেবল উদযাপন করতে চান তারা।

ক্রীড়া প্রতিবেদকদিল্লি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2019, 10:00 PM
Updated : 4 Nov 2019, 10:50 AM

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। এটা অসাধারণ জয় মানছেন ম্যাচ সেরা মুশফিক। তবে আনন্দে ভেসে যাওয়ার কিছু দেখছেন না। আসল লক্ষ্য পূরণ তো এখনও বাকি, সিরিজ জয়।

“জয় তো জয়ই। এখনও দুইটা ম্যাচ আছে। এখনও সিরিজও জিতি নাই। আরও একটা ম্যাচ জিতে যদি সিরিজটা জিততে পারি তাহলে ইনশাল্লাহ আরও ভালো উদযাপন করব।”

ক্রিজে থাকা মুশফিক-মাহমুদউল্লাহর মধ্যে দেখা যায়নি বাড়তি কোনো উচ্ছ্বাস। ডাগআউট থেকে ছুটে আসেননি কোনো সতীর্থ। মুশফিক জানান, সিরিজ জিততে পারলে হয়তো চিত্রটা ভিন্ন হতে পারে। 

“আমরা এখানে প্রতিটা ম্যাচে লড়াই করতে এসেছি। প্রতি দিন একটু একটু করে উন্নতি করা আমাদের মূল লক্ষ্য। অবশ্যই আরেকটি জয়ের দিকে আমরা তাকিয়ে আছি। সেটা হতে পারে পরের ম্যাচেই।”