নিজের সঙ্গে কথা বলে মুশফিকের এই ইনিংস

জীবন পাওয়ার আগে ৩৬ বলে ৩৮ রানে ছিলেন মুশফিকুর রহিম। পরের ৬ বলে মারেন ৪টি বাউন্ডারি। এই ইনিংস খেলার বিভিন্ন পর্যায়ে কি ভাবছিলেন জানালেন ম্যাচের নায়ক।

ক্রীড়া প্রতিবেদকদিল্লি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2019, 05:11 AM
Updated : 4 Nov 2019, 10:48 AM

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। ৪৩ বলে ৮ চার ও ১ ছক্কায় অপরাজিত ৬০ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মুশফিক।

“(এই ইনিংস খেলার পথে) আমি নিজের সাথে কথা বলছিলাম। ক্রিজে থাকা ব্যাটসম্যানই কেবল জানে, ঠিক কি হচ্ছে। ডাগআউটের কেউ কিংবা পরের ব্যাটসম্যানও বুঝতে পারবে না। আমি নিজের সঙ্গেই কথা বলছিলাম। সৌম্যর সঙ্গেও কথা বলেছি।”

গিয়েই শুরুতে রিভার্স সুইপ করে বাউন্ডারি তুলে নেন মুশফিক। তবে দম দিতে পারছিলেন না রানের গতিতে। অবশেষে খলিল আহমেদকে পেয়ে ১৯তম ওভারে টানা চারটি বাউন্ডারি হাঁকিয়ে সহজ করে ফেলেন ম্যাচের সমীকরণ।