বিসিবির সঙ্গে আলোচনায় ক্রিকেটাররা

ধর্মঘটের ডাক দেওয়া ক্রিকেটারদের সঙ্গে বোর্ড আলোচনায় বসতে প্রস্তুত বলে আগেই জানিয়েছিলেন নাজমুল হাসান। ক্রিকেটাররাও সমস্যার সমাধান টেনে ফিরতে চান ক্রিকেটে। সে লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছে ক্রিকেটাররা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2019, 03:48 PM
Updated : 23 Oct 2019, 05:00 PM
মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে গত সোমবার প্রায় ৬০ জন ক্রিকেটারকে সঙ্গে নিয়ে ধর্মঘটের ঘোষণা দেন সাকিব আল হাসান। এর প্রেক্ষিতে মঙ্গলবার এক সুদীর্ঘ সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের দাবি-দাওয়ার প্রসঙ্গে নিজেদের অবস্থান জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।

তার জবাবে বুধবার গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান দাবিগুলো তুলে ধরেন। সঙ্গে যোগ হয় আরও দুটি দাবি। তার একটি হলো বোর্ডের রাজস্বের ভাগ দিতে হবে ক্রিকেটারদের এবং নারী ক্রিকেট দলকেও দিতে হবে ন্যায্য ভাগ।

ওই সংবাদ সম্মেলন শেষে পরবর্তী করণীয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসে ক্রিকেটাররা। তার আগে সাকিব জানান, দ্রুত সমস্যার সমাধান করে যত শিগগির সম্ভব খেলায় ফিরতে চান তারা।

পরে নিজেদের মধ্যে আলোচনা শেষে বিসিবি কার্যালয়ে আসে ক্রিকেটাররা। এখন বোর্ডের সঙ্গে চলছে তাদের আলোচনা।