আমিরাতের নিখোঁজ কিপারকে পাওয়া গেল পাকিস্তানে

কাউকে কিছু না বলে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে হংকং ম্যাচের আগে টিম হোটেল ছেড়ে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের কিপার গুলাম শাব্বিরকে খুঁজে পাওয়া গেছে পাকিস্তানে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 07:01 PM
Updated : 22 Oct 2019, 07:01 PM

দুর্নীতি বিরোধী তদন্তে টালমাটাল আমিরাত বড় একটা ধাক্কা খেয়েছে এই কাণ্ডে। তিন জন সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন আগেই। সোমবারের হংকং ম্যাচের পর নিষিদ্ধ হন আরও একজন।

ম্যাচের আগে টিম মিটিংয়ে অনুপস্থিত ছিলেন শাব্বির। ৮ উইকেটে আরব আমিরাতের জেতা সেই ম্যাচের পর ছিলেন না জার্সির কাছে ৩৫ রানে হারা ম্যাচেও।

আমিরাতের ম্যানেজার পিটার কেলি জানান, সকাল ১১টায় মিটিংয়ে শাব্বির ছিলেন না। পরে টিম বাসেও তাকে দেখা যায়নি। তিনি কেমন আছেন ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছিল গোটা দল। সম্ভাব্য সবভাবে যোগাযোগের চেষ্টা করেও শাব্বিরের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা। কেলি জানান, দুর্নীতি বিধোরী তদন্তে লক্ষ্য ছিলেন না শাব্বির।

“এটা তার স্বভাব নয়। আমরা নিশ্চিত ছিলাম না সে কেন চলে গেল এবং কাউকে কিছু কেন বলল না। ২৪ ঘণ্টা বা তারও বেশি সময় ধরে সে ভালো আছে কিনা জানার চেষ্টায় ছিলাম আমরা। এখন আমরা জানি, সে ভালো আছে, দেশ ছেড়েছে।”

দেশের মাটিতে খেলা বিশ্বকাপ বাছাইয়ে এই মুহূর্তে আমিরাত দলে আছে ১৩ জন খেলোয়াড়।