জাতীয় লিগে সাকিবের খেলা নিয়ে সিদ্ধান্ত নেবেন কোচ!

ভারত সফরের প্রস্তুতির জন্য সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে কি খেলবেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান? উত্তর জানা নেই বিসিবি পরিচালক আকরাম খানের। জানালেন, প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে ক্রিকেট পরিচালনা বিভাগ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2019, 10:45 AM
Updated : 12 Oct 2019, 10:45 AM

সিপিএলে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের এনওসি ছিল গত শুক্রবার পর্যন্ত। বারবাডোজ ট্রাইডেন্টস টুর্নামেন্টের ফাইনালে যাওয়ায় এনওসি বাড়িয়ে নিয়েছেন তিনি।

১৪ তারিখ নাগাদ সাকিবকে দেশে আশা করছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম।

“সিপিএলে খেলে ফেরার পর ওর বিশ্রামের ব্যাপার রয়েছে। (ওর খেলা) কোচের উপর নির্ভর করবে। কোচের পরিকল্পনাই আমরা অনুসরণ করছি। কোচ যা বলবে সেটা হবে। কোচের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিবো।” 

জাতীয় লিগ সবশেষ ২০১৫ সালে খেলেছিলেন সাকিব। টেস্টের বাইরে গত ১৪ বছরে স্রেফ ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি।