‘দ্যা হানড্রেড’ এর ড্রাফটে সাকিব

ইংল্যান্ডে নতুন ক্রিকেট প্রতিযোগিতা ‘দ্যা হানড্রেড’ এর ড্রাফটে বিদেশি খেলোয়াড়দের তালিকায় আছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2019, 03:08 PM
Updated : 1 Oct 2019, 03:08 PM

এই টুর্নামেন্টে খেলার জন্য আগ্রহ প্রকাশ করা ক্রিকেটারদের তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সাকিব ছাড়াও তালিকায় আছে ওয়েন মর্গ্যান, স্টিভেন স্মিথ, কাইরন পোলার্ড, কুইন্টন ডি কক, অ্যারন ফিঞ্চ, কেন উইলিয়ামসন, কাইরন পোলার্ড, রশিদ খান, ফাফ দু প্লেসি, কাগিসো রাবাদা, মিচেল স্টার্ক, বাবর আজম, ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল ও লাসিথ মালিঙ্গার মতো বড় বড় সব নাম।

নতুন এই প্রতিযোগিতায় ম্যাচে প্রতিটি ইনিংসের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ একশ বল। প্রতিটি ম্যাচে একটি দলে বিদেশি খেলোয়াড় থাকতে পারবেন সর্বোচ্চ ৩ জন। ২০ অক্টোবর প্রতিযোগিতার জন্যে বিদেশি খেলোয়াড় বাছাইয়ের সুযোগ পাবে দলগুলো।