আফগানদের কাছে হারের অজুহাত দিলেন না বাংলাদেশ কোচ

আফগানিস্তানের কাছে একমাত্র টেস্টে হারের জন্য কোনো অজুহাত দিচ্ছেন না রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের প্রধান কোচ জানিয়েছেন, এই ম্যাচ দেখার পর বুঝতে পেরেছেন এগিয়ে যেতে তার শিষ্যদের ঠিক কি করতে হবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2019, 02:25 PM
Updated : 12 Sept 2019, 04:36 PM

বৃষ্টিও চট্টগ্রাম টেস্টে বাঁচাতে পারেনি বাংলাদেশকে। দাপুটে ক্রিকেট খেলে প্রতিপক্ষের মাঠে ২২৪ রানের দারুণ এক জয় তুলে নেয় আফগানিস্তান। সেই ম্যাচের পর প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া ডমিঙ্গোর উপলব্ধি, টেস্ট দল নিয়ে অনেক কাজ করতে হবে।

“দেখুন, এটা ছিল প্রথম টেস্ট ম্যাচ। আমি মনে করি, আফগানিস্তান খুব ভালো খেলেছে। তাই আফগানিস্তানের কৃতিত্ব পাওয়া উচিত। আর আমাদের দিক থেকে কোনো অজুহাত থাকা উচিত নয়।”

“বাংলাদেশের রেকর্ড দেখুন। আমাদের টেস্ট রেকর্ড অতোটা ভালো নয়। দলের কাঠামো নিয়ে আমাদের কাজ করতে হবে… আমি অনেক চিন্তা-ভাবনা করেছি। আশা করি, সামনের দিকে এগোতে এগুলো ব্যবহার করতে পারবো।