চলে গেলেন কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির

পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির ৬৩ বছর বয়সে মারা গেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2019, 07:47 PM
Updated : 6 Sept 2019, 07:47 PM

হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে লাহোরে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

১৯৭৭ সালে জাতীয় দলের হয়ে অভিষিক্ত হওয়া কাদির ক্যারিয়ারে ৬৭টি টেস্টে নেন ২৩৬ উইকেট। ১০৪টি ওয়ানডেতে শিকার ১৩২টি।

টেস্টে এক ইনিংসে পাকিস্তানের হয়ে সেরা বোলিং রেকর্ড এখনও কাদিরের দখলে। ১৯৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে ৫৬ রান খরচায় নিয়েছিলেন ৯ উইকেট। মূলত বোলার হলেও টেস্টে তিনটি ফিফটিও আছে তার।

বৈচিত্র্য ছিল তার বোলিংয়ের মূল শক্তি। বলা হয়, ওভারের ছয়টি বল ছয় রকম করার পাশাপাশি দুই ধরনের গুগলি দিতে পারতেন কাদির।

শেন ওয়ার্ন, মুস্তাক আহমেদ, দানিশ কানেরিয়াদের মতো পরবর্তী প্রজন্মের লেগ স্পিনারদের মেন্টর হিসেবে কাজ করেছেন কাদির।

২০০৮ সালে পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক হন। কাজ করেছেন ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবেও।