প্রস্তুতি ম্যাচে মেয়েদের দাপুটে জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2019 06:40 PM BdST Updated: 29 Aug 2019 11:35 PM BdST
-
ফাইল ছবি
মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
টস জিতে বৃহস্পতিবার ব্যাটিং করতে নামা ডাচদের ১৬ ওভার ৫ বলে মাত্র ৫১ রানে গুটিয়ে দেয় সালমা খাতুনের দল। সানজিদা ইসলাম ও আয়েশা রহমানের উদ্বোধনী জুটিতে মাত্র ৬ ওভার ৩ বলে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।
ওপেনার স্টেরা ক্যালিস ছাড়া নেদারল্যান্ডসের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ১৯ রান করেন ক্যালিস।
দুটি করে উইকেট নেন ফাহিমা খাতুন, শায়লা শারমিন ও খাদিজা তুল কুবরা। একটি করে নেন জাহানারা আলম ও সালমা।
রান তাড়ায় ঝড়ো ব্যাটিং দলকে অনায়াস জয় এনে দেন বাংলাদেশের দুই ওপেনার। ২৭ বলে ৪টি চারে ২৪ রানে অপরাজিত থাকেন সানজিদা। ১টি করে চার ও ছক্কায় আয়েশা করেন ১২ বলে ১৮ রান।
৩১ অগাস্ট পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও স্বাগতিক স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ ১ সেপ্টেম্বর, স্কটিশদের বিপক্ষে ৩ সেপ্টেম্বর।
আগামী ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। গতবার বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে মূল বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস মহিলা ক্রিকেট দল: ১৬.৫ ওভারে ৫১ (ক্যালিস ১৯; জাহানারা ২-০-৪-১, সালমা ৩.৫-০-১৪-১, নাহিদা ২-০-৬-০, রিতু মনি ২-০-৬-০, ফাহিমা ৩-০-১০-২, খাদিজা ৩-০-৮-২, শায়লা ১-০-২-২)।
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল: ৬.৩ ওভারে ৫৩/০ (সানজিদা ২৪*, আয়েশা ১৮*)
ফল: বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ১০ উইকেটে জয়ী
-
বর্ণবাদ রুখতে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টিতে বিশেষ ব্যবস্থা
-
‘অপরাজেয় অনুভব করছে বেয়ারস্টো’
-
টেস্টে উন্নতির পথ খুঁজছে বিসিবি, বাড়তে পারে ম্যাচ ফি
-
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’