ইংল্যান্ডকে আবার হারাল বাংলাদেশের যুবারা

দারুণ বোলিংয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী লক্ষ্যটা রেখেছিলেন নাগালে। দুই ফিফটিতে বাকিটা সারলেন মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়। ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে আবার হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 05:50 PM
Updated : 28 July 2019, 05:52 PM

যুব ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে ৭ উইকেটে জিতেছে আকবর আলীর দল। ২৪৩ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ৯ বল বাকি থাকতে।

গ্লুস্টারশায়ারে রোববার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টম ক্লার্ককে হারায় ইংল্যান্ড। জ্যাক হেইন্সের সঙ্গে ৫৮ ও লুইস গোল্ডওয়ার্থির সঙ্গে ৮৫ রানের দুটি জুটিতে দলকে ২ উইকেটে ১৫১ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান বেন চার্লসওয়ার্থ।

ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে ২৪২ রানে থামায় বাংলাদেশ। গোল্ডসওয়ার্থিকে ফেরানোর পর ফিরতি ক্যাচ নিয়ে ৬৮ রানে চার্লসওয়ার্থকে থামান মৃত্যুঞ্জয়। এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি স্বাগতিকরা।

রান তাড়ায় দ্রুত তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। থিতু হয়ে ফিরেন আরেক ওপেনার পারভেজ হোসেন। ৮০ রানে দুই উইকেট হারানো বাংলাদেশকে জয়ের পথে নিয়ে যান মাহমুদুল ও হৃদয়। ৯ চার ও এক ছক্কায় মাহমুদুল ৮১ রান করে ফিরলে ভাঙে ১৩৬ রানের জুটি।

শাহাদাত হোসেনকে নিয়ে বাকিটা সহজেই সারেন হৃদয়। ৫ চারে ৭৫ রানে অপরাজিত থাকেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

ইংল্যান্ডকে উড়িয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করা বাংলাদেশ পরের ম্যাচে হারে ভারতের কাছে। দলটির বিপক্ষে আকবরদের পরের ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।   

আগামী মঙ্গলবার এসেক্সে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৪২/৯ (চার্লসওয়ার্থ ৬৮, ক্লার্ক ৬, হেইন্স ৩৫, গোল্ডসওয়ার্থি ৩৬, এভিসন ১, হিল ৩০, বিন ৩৬, কিম্বার ১১, কালেন ১, কাদরি ১*, টেইলর ২*; তানজিম ২/৪২, শরিফুল ০/৪৪, শামিম ০/২২, মৃত্যুঞ্জয় ৪/৫২, রাকিবুল ১/৩২, হৃদয় ০/৩৯, শাহাদাত ০/৯)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.৩ ওভারে ২৪৫/৩ (তানজিদ ২০, পারভেজ ৩২, মাহমুদুল ৮১, হৃদয় ৭৫*, শাহাদাত ১০*; কিম্বার ০/৪০, টেইলর ০/৪১, কালেন ১/৩১, কাদরি ১/৪২, এভিসন ০/১২, গোল্ডসওয়ার্থি ১/২৭, হিল ০/৪৪)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী