সিপিএলে দল পেলেন আফিফ

টি-টোয়েন্টি অভিষেকে পাঁচ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন আফিফ হোসেন। পরে ভালো করেছেন ব্যাটিংয়েও। এই সংস্করণে ধীরে ধীরে নিজেকে পরিণত করছেন কার্যকর অলরাউন্ডার হিসেবে। সেই পথ চলায় এবার ডাক পেলেন ক্যারিবিয়ান ক্রিকেট লিগ- সিপিএলে। খেলবেন সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2019, 07:29 AM
Updated : 23 May 2019, 07:29 AM

আফিফ সিপিএলে বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ খেলেছেন ক্যারিবিয়ানদের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে। গত আসরে দল পেলেও টুর্নামেন্টে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি মেহেদী হাসান মিরাজ। 

এবারের আসরে ড্রাফটে ছিলেন বাংলাদেশের ১৯ ক্রিকেটার। তাদের মধ্যে দল পেলেন কেবল ১৯ বছর বয়সী আফিফ।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন আফিফ। আপাতত সেই ম্যাচেই থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০১৬ সালের ডিসেম্বরে রাজশাহী কিংসের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তার। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৬ উইকেটের জয়ে ২১ রানে ৫ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ২১.২০ গড় ও ১২৩.২৪ স্ট্রাইক রেটে ৫০৯ রান করেছেন আফিফ। ফিফটি দুটি, সর্বোচ্চ ৬৫। ২৩ গড়ে নিয়েছেন ১৫ উইকেট। পাঁচ উইকেট পেয়েছেন একবারই।