মৌলিকত্বের আশ্রয়েই থাকতে চান মিরাজ
ডাবলিন থেকে আরিফুল ইসলাম রনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2019 08:06 PM BdST Updated: 11 May 2019 08:06 PM BdST
ক্যারম বল, টপ স্পিন, স্লাইডার, এমনকি লেগ স্পিন, রবিচন্দ্রন অশ্বিনের বৈচিত্রময় বোলিং মুগ্ধ হয়ে দেখেন মেহেদী হাসান মিরাজ। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় দেখেন, আর কত স্পিনার কত কারিকুরি করছেন। মিরাজেরও ইচ্ছে করে চেষ্টা করতে। তবে সেই ইচ্ছেকে প্রশ্রয় দেন না। নিজের ভিত যে শক্ত নয় এখনও! আপাতত অফ স্পিনের মৌলিক দিকগুলোই আরও পোক্ত করতে চান তিনি, বৈচিত্রের অভিযানে ছুটবেন পরে।
নিষ্প্রাণ উইকেট ও মারকাটারি ব্যাটিংয়ের যুগে টিকে থাকতে বোলিংয়ে অনেক বৈচিত্র যোগ করতে হচ্ছে অফ স্পিনারদের। বৈচিত্রের ক্ষেত্রে অশ্বিন এখন সবার সামনেই উদাহরণ। আরও বেশ কজন ফিঙ্গার স্পিনার দেখিয়ে চলেছেন বোলিংয়ের নতুনত্বের অনেক খেল। মিরাজ এখনও প্রথাগত অফ স্পিনারই। ফ্লাইট, ড্রিফট, গতি বৈচিত্র আর লাইন-লেংথ দিয়েই চেষ্টা করে যাচ্ছেন নিজের ছাপ রাখতে।
চারপাশের বদলে যাওয়া বাস্তবতা অবশ্য দেখছেন মিরাজ। সময়ের ডাকও শুনতে পাচ্ছেন। তবে সেই ডাকে সাড়া দেওয়ার সময় আসেনি, এই উপলব্ধিও হচ্ছে। শনিবার ডাবলিনের টিম হোটেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই অফ স্পিনার জানালেন, নিজের শক্তির জায়গাগুলোই আপাতত আরও ধারাল ও পোক্ত করতে চান।
“আমি মনে করি, এখনও আমার নতুন কিছু করে দেখানোর সময় আসেনি। আগে তো মৌলিক ব্যাপারগুলো পুরোপুরি রপ্ত করি! বেসিক ব্যাপারগুলো নিয়ে নিজে যখন পুরো তৃপ্ত হব, এরপর নতুন কিছুর চেষ্টা করব।”

দলের চাওয়া আপাতত বেশ ভালোভাবেই পূরণ করে চলেছেন মিরাজ। গত বছরের মাঝামাঝি ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই কার্যকর বোলিং করে চলেছেন। অশ্বিনদের মতো বৈচিত্র না থাকলেও নিজের কাজে মিরাজ যথেষ্টই সফল। এখনও পর্যন্ত ২৬ ওয়ানডেতে তার উইকেট ২৭টি। উইকেট নেওয়ার হার খুব বেশি নয়, তবে ওভারপ্রতি রান দিয়েছেন ৪.৩৭। এই যুগে যা দুর্দান্ত।
গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিবেচনায় নিলে ওভারপ্রতি রান আরও ভালো, ৪.০৯। আয়ারল্যান্ডের কন্ডিশনে তার বেলিংয়ের কার্যকারিতা নিয়ে সংশয় ছিল। ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন। তাতে বিশ্বকাপে ইংল্যান্ডের উইকেটেও তার উপযোগিতা নিয়ে ভরসা মিলছে।
মিরাজ আপাতত সেই উপযোগিতার সমীকরণ মিলিয়ে যেতে চান। টেস্ট বোলারের তকমা যখন গায়ে সেঁটে যাচ্ছিল প্রায়, মুক্তির পথ খুঁজে নিয়েছেন। আপাতত সেই পথ ধরেই হাঁটতে চান।
“এখন আমি ওয়ানডে খেলছি কেন? রান কম দিচ্ছি বলেই। গত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিয়মিত খেলছি। তার আগে কিন্তু ওয়ানডে দলে অনিয়মিত ছিলাম। সবাই বলছিল, মিরাজ টেস্টের বোলার। কিন্তু আমি শুধু টেস্টের বোলার হয়ে থাকতে চাইনি। ভেবেছি কি করা যায়। মাশরাফি ভাইয়ের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, ‘তোর বোলিংয়ের যা ধরন, বেসিকটা ঠিক রেখে রান কম দেওয়ার বোলিং করতে হবে ওয়ানডেতে। সেটা পারলে একাদশে জায়গা পাবি।’ ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সেটা করেই কিন্তু মোটামুটি নিয়মিত খেলছি।

নিজের বোলিংয়র শক্তি-দুর্বলতাও মিরাজের জানা আছে বেশ। তার বিশ্বাস, আপাতত নতুন বৈচিত্র যোগ না হলেও নিজের স্কিল দিয়ে ব্যাটসম্যানদের ভোগাতে পারবেন।
“আমার কাছে সমবসময় বেশি গুরুত্বপূর্ণ হলো বোলিংয়ের শেপ। সিমের পজিশন। হাত থেকে কতটা ভালো অবস্থায় বল বের হচ্ছে। বলের ডিরেকশনের ওপর অনেক কিছু নির্ভর করে। সাকিব ভাই পৃথিবীর সব কন্ডিশনে, সব উইকেটেই ভালো বোলিং করে কিভাবে? কারণ তার বোলিংয়ের শেপ ভালো। আমিও সেটাই চেষ্টা করছি। আমার শুরু থেকেই শেপ ভালো, এটা আরও ভালো করতে ও ধরে রাখতে চাই। ভালো শেপে ও ভালো জায়গায় বল করলে ব্যাটসম্যানের ভুল করার চান্স বেশি।”
মিরাজ শিখছেন দলের সিনিয়রদের ক্যারিয়ার থেকে। উপলব্ধি করছেন, নিজের কাজ ঠিকঠাক করতে পারলে, ওয়ানডে স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে দলেরই লাভ।
“আজকে বাংলাদেশ দল ওয়ানডেতে এত ভালো দল কেন? কারণ দলের মূল ক্রিকেটাররা অনেক দিন থেকে খেলে নিজের জায়গা শক্ত করেছে। একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে। তাতে দল উপকৃত হয়েছে। আমিও সেই জায়গায় যেতে চাই। আমি যদি নিজের জায়গা শক্ত না করে অন্যকিছু করতে যাই, তখন জায়গা হারাতে হতে পারে। আমি চাই জায়গা পাকা করতে। সবাই যেন বলে, টেস্টের মতো ওয়ানডেতেও মিরাজ অপরিহার্য।”
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের