ফেরার ম্যাচে তাসকিনের ৫ ওভার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2019 01:09 PM BdST Updated: 10 Apr 2019 01:09 PM BdST
লেজেন্ডস অব রূপগঞ্জের জন্য এটি পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান সংহত করার ম্যাচ। তবে তাসকিন আহমেদের কাছে আরও বেশি কিছু। বিশ্বকাপের আগে নিজের ফিটনেস প্রমাণ করার সুযোগ। ফেরার ম্যাচে অবশ্য খুব ভালো কিছু করতে পারেননি এই ফাস্ট বোলার। বোলিং করেছেন ৫ ওভার।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে উত্তরা স্পোর্টিংয়ের বিপক্ষে খেলছেন তাসকিন। গত ১ ফেব্রুয়ারি বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর ম্যাচ খেলছেন এই প্রথম।
লম্বা বিরতির পর মাঠে নেমে ছন্দ পাওয়া কঠিন। বিশেষ করে পেসারদের জন্য। তাসকিনের বোলিংয়েও ছিল সেটির প্রতিফলন। খুব একটা গতি ছিল না বোলিংয়ে কিংবা গতির চেষ্টা করেননি। ফেরার ম্যাচ বলে একটু সাবধানীও হয়তো ছিলেন। লাইন-লেংথ ছিল না খুব ধারাবাহিক। শর্ট বল করেছেন বেশ। প্রথম স্পেলে করেছিলেন ৪ ওভার। দ্বিতীয় স্পেলে একটি। ৫ ওভারে রান দিয়েছেন ৩৬।
তাসকিনের জন্য অবশ্য পারফর্ম করার আগে গুরুত্বপূর্ণ ছিল মাঠে ফেরা ও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারা। বিশ্বকাপ দল ঘোষণার আগে যতগুলো সম্ভব ম্যাচ খেলতে তিনি মরিয়া।
তার দিকে আগ্রহভরে তাকিয়ে নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টও। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে পেস বোলিংয়ে মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিনের জায়গা নিশ্চিতই। পঞ্চম পেসার হিসেবে জায়গা পাওয়ার লড়াইয়ে তাসককিনের সঙ্গে আছেন শফিউল ইসলাম, আবু জায়েদরা। তাসকিন নিজেকে ম্যাচ ফিট প্রমাণ করতে পারলে, টিম ম্যানেজমেন্টের কাছে সম্ভাবনায় এগিয়ে তিনিই।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন