শান্ত-মোসাদ্দেকের ব্যাটে রান, সাব্বিরের ঝড়ো ফিফটি
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2019 03:54 PM BdST Updated: 11 Mar 2019 03:54 PM BdST
রানের জন্য সংগ্রাম করা নাজমুল হোসেন শান্ত পেলেন ফিফটি। সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া মোসাদ্দেক হোসেনও খেললেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। শেষটায় ঝড়ো ব্যাটিংয়ে আবাহনীকে তিনশ রানের কাছে নিয়ে গেলেন সাব্বির রহমান। রুবেল হোসেনের বোলিং তোপে লড়াইও করতে পারল না উত্তরা। ঢাকা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল শিরোপাধারী আবাহনী।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ১৮৯ রানে জিতেছে মোসাদ্দেকের দল। ২৮৫ রান তাড়ায় ৩৩ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় নবাগত উত্তরা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটে করতে নেমে শুরুতেই কৌশল সিলভাকে হারায় আবাহনী। জহুরুল ইসলামের সঙ্গে ৮৯ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন শান্ত।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জহুরুল নিজেকে পুরোপুরি গুটিয়ে রেখেছিলেন। রানের চাকা সচল রেখেছিলেন শুরু থেকে আস্থার সঙ্গে খেলা শান্ত। তিন চারে ৮২ বলে ৪৫ রান করা জহুরুলকে বোল্ড করে জুটি ভাঙেন মোহাইমিনুল খান।
মোসাদ্দেকের সঙ্গে ৯১ রানের আরেকটি ভালো জুটিতে দলকে এগিয়ে নেন শান্ত। দুই তরুণের বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙে শান্তর রান আউটে। বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান ৮৪ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৮৩ রান।
পঞ্চাশ ছুঁয়ে ফিরে যান মোসাদ্দেক। অবাহনী অধিনায়কের ৬৫ বলে খেলা ৬৪ রানের ইনিংস গড়া পাঁচ চার ও এক ছক্কায়। তার বিদায়ের পর প্রায় একার চেষ্টায় দলকে ২৮৫ রানে নিয়ে যান সাব্বির। শেষের দিকে ঝড় তোলা এই মিডল অর্ডার ব্যাটসম্যান ৩৫ বলে চারটি করে ছক্কা-চারে অপরাজিত থাকেন ৬১ রানে।
সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ১০ ওভার ৮৬ রান যোগ করে আবাহনী।
রান তাড়ায় রুবেলের ছোবলে শুরুতেই এলোমেলো হয়ে যায় উত্তরা। ২৯ রানের মধ্য প্রথম চার উইকেট হারায় তারা। এর তিনটি তুলে নেন পেসার রুবেল।
মিডল অর্ডারে মোহাইমিনুল ও রাজা আলি দারকে টিকতে দেননি আরিফুল হাসান। শেষটায় ছোবল দেন সাব্বির। একশ রানের নিচেই গুটিয়ে যায় উত্তরা।
দলটির ইনিংসে নেই তেমন কোনো জুটি। দুই অঙ্কে যাওয়া পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ কিপার-ব্যাটসম্যান শাকির হোসেনের ২৪।
রুবেল ৩ উইকেট নেন ১৬ রানে। দুটি করে উইকেট নেন আরিফুল ও সাব্বির।
ঝড়ো ফিফটি আর ৪ রানে নেওয়া ২ উইকেট ম্যাচ সেরার পুরস্কার এনে দেয় সাব্বিরকে।
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী: ৫০ ওভারে ২৮৫/৬ (জহুরুল ৪৫, সিলভা ১০, শান্ত ৮৩, মোসাদ্দেক ৬৪, সাব্বির ৬১*, সাইফ ৪, সানজামুল ০, জাভেদ ৪*; নাহিদ ৩/৭০, রশিদ ১/৩৬, পায়েল ০/৬০, আনিসুল ০/১১, রাজা ০/৫৪, সাজ্জাদ ০/১৪, মোহাইমিনুল ১/৩৭)
উত্তরা স্পোর্টিং ক্লাব: ৩৩ ওভারে ৯৬ (তানজিদ ১, আনিসুল ১৬, সজিব ১, মিনহাজ ০, মোহাইমিনুল ১৬, রাজা ১৫, শাকির ২৪, সাজ্জাদ ০, রশিদ ১২*, নাহিদ ০, পায়েল ২; সাইফ ১/২৩, রুবেল ৩/১৬, নাজমুল ১/১৯, আরিফুল ২/১৪, সানজামুল ১/১৮, সাব্বির ২/৪)
ফল: আবাহনী ১৮৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাব্বির রহমান
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
-
সাকিব-ইবাদতের ছোবল সামলে এগিয়ে শ্রীলঙ্কা
-
উইমেন’স চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে ঘরে খেলবে বাংলাদেশ
-
জেসিয়ার ঝড়ো ফিফটিতে ১০ উইকেটে জিতল মোহামেডান
-
৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
-
দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
-
সঙ্কটময় শ্রীলঙ্কায় সফর নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা
-
আড়ালের ছবিগুলো হৃদয় গহীনেই রাখছেন লিটন
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন