শুভাগতর ব্যাটে দ্রুততম ফিফটির রেকর্ড

আগের দিনও ঝড় তুলেছিলেন। ব্যাটিং তাণ্ডবের ধারাবাহিকতা টানা দ্বিতীয় দিন ধরে রাখলেন শুভাগত হোম। এবার নাম লেখালেন রেকর্ড বইয়ে। গড়লেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি ফিফটির রেকর্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2019, 08:34 AM
Updated : 26 Feb 2019, 12:28 PM

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে মঙ্গলবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৮ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন শুভাগত। ইনিংসটির পথে ফিফটি ছুঁয়েছেন ১৬ বলে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের আগের দ্রুততম ফিফটির রেকর্ড ছিল মুমিনুল হকের। ২০১৩ সালের ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশ জাতীয় দল ও ‘এ’ দলের তিন ম্যাচের চ্যালেঞ্জ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ‘এ’ দলের হয়ে ১৯ বলে ফিফটি করেছিলেন মুমিনুল।

শুভাগত এ দিন উইকেটে গিয়েছিলেন ১৬তম ওভারে। ওই ওভারেই চার মারেন নিহাদ-উজ-জামানকে। পরের ওভারে আলাউদ্দিন বাবুর বলে টানা চার ও ছক্কা। ১৮তম ওভারে কাজি অনিকের ওভারে ছক্কা আরও তিনটি। শেষ ওভারে অনিকের বাঁহাতি পেসে মারেন আরও দুটি করে চার ও ছক্কা।

শুভাগতর ঝড়ের পাশাপাশি তৌহিদ হৃদয়ের ৪১ বলে ৬৬ রানের ইনিংসে মোহামেডানের বিপক্ষে ২০ ওভারে ১৯২ রান তুলেছে শাইনপুকুর।

সোমবার টুর্নামেন্টের প্রথম দিনে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৩ ছক্কায় ১০ বলে ৩২ করেছিলেন শুভাগত।