সাব্বির অন্য মানুষ হয়ে ফিরবে, আশা তামিমের

সাব্বির রহমানের জাতীয় দলে ফেরা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মাঝে তামিম ইকবাল এই তরুণের পাশে দাঁড়ালেন। দলের অন্যতম সিনিয়র এই ক্রিকেটারের আশা, অন্য মানুষ হয়ে ফিরবেন সাব্বির।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2019, 10:04 AM
Updated : 26 Jan 2019, 10:04 AM

আচরণবিধি ভাঙায় একবার বিশাল অঙ্কের জরিমানা দিয়ে হয়েছিল সাব্বিরকে। একবার ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন ছয় মাসের জন্য। সেই শাস্তি শেষ হতে না হতেই ছয় মাসের জন্য নিষিদ্ধ হন আন্তর্জাতিক ক্রিকেটে। এই শাস্তি শেষ হওয়ার কথা ছিল ২৮ ফেব্রুয়ারি।

তবে বিসিবি এই নিষেধাজ্ঞা এক মাস কমানোয় নিউ জিল্যান্ড সফরের ওয়ানডে দলে জায়গা মেলে সাব্বিরের। এই প্রসঙ্গে চলছে অনেক আলোচনা। সাব্বিরের এই ফেরাকে কী চোখে দেখেন জানালেন তামিম।   

“যেহেতু দল ঘোষণা হয়ে গেছে, সে ১৫ জনের অংশ। তার প্রতি এটাই শুভকামনা থাকবে যে, অতীতে সে যে ভুলগুলো করেছে তার পুনারবৃত্তি যেন না হয়। সে নিজেও হয়তো এটা বোঝে।”

“ওর সঙ্গে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করি। আশা করি, অন্য মানুষ হয়ে সে ফিরবে। বাংলাদেশের হয়ে খেলা ছাড়াও খেলোয়াড় হিসেবে (মাঠ ও মাঠের বাইরে) অন্য যে সব দায়িত্ব আছে ওর, আশা করি সে সবও পালন করবে।”