ডি ককের সেঞ্চুরির পর পাকিস্তানের লড়াই

পেরিয়ে গেছে দু্ই বছরের বেশি। খেলে ফেলেছেন ৩৮ ইনিংস। কিন্তু সবশেষ সেঞ্চুরির পর আর তিন অঙ্কের দেখা পাচ্ছিলেন না কুইন্টন ডি কক। অবশেষে সেই খরা ঘোচালেন আগ্রাসী এক ইনিংস খেলে। এই উইকেটকিপার ব্যাটসম্যানের সেঞ্চুরিতে বড় হলো দক্ষিণ আফ্রিকার লিড। শেষ ইনিংসে বড় লক্ষ্য তাড়ায় পাকিস্তান করছে লড়াই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2019, 05:26 PM
Updated : 13 Jan 2019, 05:26 PM

জোহানেসবার্গ টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ডি কক খেলেছেন ১২৯ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ৩০৩ রানে। প্রথম ইনিংসের লিড মিলিয়ে শেষ ইনিংসে পাকিস্তানের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৮০। রোববার তৃতীয় দিন শেষ করেছে তারা ৩ উইকেটে ১৫৩ রান নিয়ে।

হোয়াইটওয়াশ এড়াতে পাকিস্তানের প্রয়োজন আরও ২২৮ রান। হোয়াইটওয়াশ করতে দক্ষিণ আফ্রিকার নিতে হবে আর ৭ উইকেট।

দ্বিতীয় উইকেটে ৫ উইকেটে ১৩৫ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দুই অপরাজিত ব্যাটসম্যান হাশিম আমলা ও ডি কক দলকে এগিয়ে নেন আরও কিছু দূর।

দুজনের ১০২ রানের জুটি ভাঙেন হাসান আলি। ফিরিয়ে দেন ১৪ চারে ৭১ রান করা আমলাকে।

তবে লোয়ার অর্ডারদের নিয়ে দলের রান বাড়াতে থাকেন ডি কক। অষ্টম উইকেটে কাগিসো রাবাদার সঙ্গে যোগ করেন ৭৯ রান।

১২১ বলে ডি কক স্পর্শ করেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত আউট হন ১৮ চার ও ১ ছক্কায় ১৩৮ বলে ১২৮ রান করে। দক্ষিণ আফ্রিকার রান ততক্ষণে পেরিয়ে গেছে তিনশ।

বড় রান তাড়ায় পাকিস্তানকে ভালো শুরু এনে দেন ইমাম-উল-হক ও শান মাসুদ। উদ্বোধনী জুটিতে দুজন তোলেন ৬৭ রান।

থিতু হয়ে যাওয়া দুই ওপেনারকেই আউট করেন ডেল স্টেইন। ৩৫ রানে ফেরেন ইমাম, ৩৭ রানে মাসুদ। তিনে নামা আজহার আলি ফেরেন ১৫ রানেই।

চতুর্থ উইকেটে বাবর আজমকে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তুলেছেন আসাদ শফিক। দুজনের ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছে পাকিস্তান। শফিক চতুর্থ দিন শুরু করবেন ফিফটি থেকে ২ রান দূরে থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৬২

পাকিস্তান ১ম ইনিংস: ১৮৫

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (আগের দিন শেষে ১৩৫/৫) ৮০.৩ ওভারে ৩০৩ (আমলা ৭১, ডি কক ১২৯, ফিল্যান্ডার ১৪, রাবাদা ২১, স্টেইন ০, অলিভিয়ের ১*; আমির ২/৫৬, আব্বাস ১/৭৩, হাসান ১/৮৩, ফাহিম ৩/৪২, শাদাব ৩/৪১)।

পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৩৮০) ৪০ ওভারে ১৫৩/৩ (ইমাম ৩৫, মাসুদ ৩৭, আজহার ১৫, শফিক ৪৮*, বাবর ১৭*; স্টেইন ২/৩৭, ফিল্যান্ডার ০/২৮, অলিভিয়ের ১/৪১, রাবাদা ০/৪৬)।