রনি-আশরাফুলের ঝড়ো ফিফটি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2018 06:56 PM BdST Updated: 21 Dec 2018 06:56 PM BdST
ঝড়ো ফিফটিতে পূর্বাঞ্চলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন রনি তালুকদার ও মোহাম্মদ আশরাফুল। রান তাড়ায় দ্রুত পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দক্ষিণাঞ্চলের ত্রাতা নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান।
বিসিএলের পঞ্চম রাউন্ডে ড্র হয়েছে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচ।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুক্রবার ৩ উইকেটে ১৩৬ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণাঞ্চল ৮ উইকেটে ১৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে।
আগের দিন ফিফটি পাওয়া ফজলে মাহমুদ রাব্বিকে বোল্ড করে ৬৯ রানে থামান তাইজুল ইসলাম। ৬ চারে ৪০ রান করা তুষার ইমরানকে বিদায় করেন ফরহাদ রেজা। রানের খাতা খুলতে পারেননি সোহান, কামরুল ইসলাম রাব্বি ও আব্দুল রাজ্জাক।
৮৭ রানের লিড পাওয়া পূর্বাঞ্চল ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৫৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। দুই বল খেলে চার রান করে ফিরেন ইমরুল কায়েস। থিতু হয়ে বিদায় নেন মুমিনুল হক।
ওপেনার রনি ৩৯ বলে চারটি চার ও তিনটি ছক্কায় করেন ৫৮ রান। আশরাফুল ৩৭ বলে ৫ চার ও এক ছক্কায় ফিরেন ৫৪ রান করে।
৬.৫ ওভারে ৬০ রান দিয়ে তিন উইকেট নেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি।
জয়ের জন্য ২৮ ওভারে ২৪৭ রানের লক্ষ্য তাড়া সম্ভব ছিল না। দক্ষিণাঞ্চল ৫ উইকেটে তুলে ১৩২ রান।
২৮ ওভারের মধ্যে প্রতিপক্ষকে অলআউটের কঠিন চ্যালেঞ্জ নিয়েছিলেন পূর্বাঞ্চলের বোলাররা। ১২.১ ওভারের মধ্যে ফিরিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে।
২৭ বলে ৩২ রান করেন এনামুল হক। ১১ বলে ১৬ রানে ফিরেন আল আমিন জুনিয়র। প্রথম পাঁচ ব্যাটসম্যানের বাকি তিনজন যেতে পারেননি দুই অঙ্কে।
চাপে পড়া দক্ষিণাঞ্চলকে পথ দেখান সোহান ও মেহেদি। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে দুই জনে ৬৩ রানের জুটি। সোহান অপরাজিত থাকেন ২৩ রানে। মেহেদি ৪৯ বলে করেন ৩৯ রান।
প্রথম ইনিংসে ৬৯ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন দক্ষিণাঞ্চলের ওপেনার মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর:
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ২৬২/৮ ইনিংস ঘোষণা
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন শেষে ১৩৬/৩) ৬৫ ওভারে ১৭৫/৮ ইনিংস ঘোষণা (মাহমুদ ৬৯, তুষার ৪০, সোহান ০, মেহেদি ১৪*, রাব্বি ০, রাজ্জাক ০; রেজা ২/৩৪, আবু জায়েদ ২/৪৮, খালেদ ২/৪২, তাইজুল ২/৩২, মাহমুদুল ০/৯)
পূর্বাঞ্চল ২য় ইনিংস: ২১.৫ ওভারে ১৫৯/৫ ইনিংস ঘোষণা (রনি ৫৮, ইমরুল ৪, মুমিনুল ২২, আশরাফুল ৫৪, জাকির ১৮, রেজা ০*; শফিউ ১/২০, আল আমিন ০/২৫, মেহেদি ৩/৬০, রাব্বি ০/২২, রাজ্জাক ১/৩১)
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ২৮ ওভারে ১৩২/৫ (এনামুল ৩২, মাহমুদ ২, রকিবুল ৮, আল আমিন জুনিয়র ১৬, তুষার ৯, সোহান ২৩*, মেহেদি ৩৯*; রেজা ২/৩৭, আবু জায়েদ ২/৩৮, খালেদ ০/৭, তাইজুল ১/৪১, আশরাফুল ০/৭)
ফল: ড্র
ম্যান অব দা ম্যাচ: ফজলে মাহমুদ
-
টেক্টর-ঝড় ছাপিয়ে ভারতের জয়
-
হতাশার ব্যাটিংয়ে হারের শঙ্কায় বাংলাদেশ
-
রুট-পোপের ব্যাটে হ্যাটট্রিক জয়ের আশায় ইংল্যান্ড
-
খালেদের ক্যারিয়ার সেরা বোলিং, উইন্ডিজের ১৭৪ রানের লিড
-
বৃষ্টির আগে বাংলাদেশের দুই উইকেটের স্বস্তি
-
আন্ডারউডের ৪৮ বছর পর লিচ
-
৪ সেঞ্চুরি জুটি, ৭২৪ রান, রেকর্ড বইয়ে মিচেল-ব্লান্ডেল
-
আমলাকে ছাড়িয়ে মিচেলের রেকর্ড
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ