দক্ষিণ আফ্রিকা দলে নতুন মুখ জুবাইর হামজা

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে সুযোগ মিলেছিল ‘এ’ দলে। সেখানেও পারফর্ম করে জুবাইর হামজা জায়গা করে নিলেন জাতীয় দলে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেয়েছেন ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2018, 05:05 PM
Updated : 6 Dec 2018, 05:05 PM

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া চারদিনের ম্যাচের সবশেষ আসরে ৯ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৮২৮ রান করেছিলেন হামজা। ডানহাতি ব্যাটসম্যান পরে সফল হয়েছেন ‘এ’ দলের হয়ে ভারত সফরেও।

চোটের কারণে আগেই ছিটকে গেছেন ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি। তার জায়গায় চোট কাটিয়ে ফিরেছেন ডুয়ান অলিভিয়ের। চোট কাটিয়ে ফিরেছেন ব্যাটসম্যান টিউনিস ডি ব্রুইনও। মূল দলের অংশ না হলেও অভিজ্ঞতা অর্জনের জন্য দলের সঙ্গে থাকবেন ফাস্ট বোলার ত্লাদি বোকাকো।

৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু ২৬ ডিসেম্বর। এছাড়া পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

দক্ষিণ আফ্রিকা দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, টিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, জুবাইর হামজা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডুয়ান অলিভার, ভার্নন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, ডেল স্টেইন।