টার্নিং উইকেটে চ্যালেঞ্জ দেখছে উইন্ডিজ

শেষ দুটি উইকেট নিলে আপাতত শেষ হবে বোলারদের দায়িত্ব। দলকে টেনে নেওয়ার ভার এরপর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। তবে উইকেটের যা অবস্থা, বোলারদের একজন চ্যালেঞ্জ দেখছেন সতীর্থ ব্যাটসম্যানদের। জোমেল ওয়ারিকানের ধারণা, টার্নিং উইকেটে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের অপেক্ষায় কঠিন সময়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2018, 02:22 PM
Updated : 22 Nov 2018, 02:22 PM

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ করেছে ৮ উইকেটে ৩১৫। স্কোরকার্ড দেখে অনুমান করা কঠিন উইকেটের অবস্থা। রান উঠেছে বেশ। ৫টি উইকেট নিয়েছেন পেসাররা। স্পিনারদের সম্ভাবনার ছবি নেই সেখানে।

কিন্তু বাস্তবতা ভিন্ন। টেস্ট শুরুর দিনে উইকেট ব্যাটসম্যানের পক্ষেই কথা বলেছে বেশি। তবে টার্নও মিলেছে বেশ। বিশেষ করে শেষ সেশনে। সামনের দিনগুলোয় আরও বেশি স্পিন ধরবে, সেটি নিয়ে সংশয় খুব একটা নেই। প্রথম দিনে ২ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার ওয়ারিক্যান দিন শেষে জানালেন উইকেটের প্রথম দিনের অভিজ্ঞতা আর সামনের দিনের সম্ভাব্য চিত্র।

“ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো (প্রথম দিনে), তবে স্পিনারদের জন্য সহায়তা আছে। সঠিক জায়গায় বল করলে স্পিনাররা কিছু না কিছু পাবেই। বাউন্স একটু অসমান। খুব গভীরভাবে বলের দিকে চোখ রাখতে হবে।”

“প্রথম দিন থেকেই যেতেহু টার্ন করছে, উইকেট চ্যালেঞ্জিং হবে। আরও ব্যবহারে উইকেট আরও কঠিন হয়ে উঠবে। কালকে ওদের দ্রুত অলআউট করতে হবে। এখানে ভালো ব্যাট করতে হলে নিজেদের ডিফেন্সে আস্থা রাখতে হবে আমাদের, কারণ বাংলাদেশের দারুণ সব স্পিনার আছে।”