অস্ট্রেলিয়া টেস্ট দলে নতুন মুখ হ্যারিস

শেফিল্ড শিল্ডে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন মার্কাস হ্যারিস। ২৬ বছর বয়সী ওপেনার প্রথমবার ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া দলে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ফিরেছেন আরেক ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2018, 04:06 AM
Updated : 22 Nov 2018, 04:07 AM

এবারের শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে এখনও পর্যন্ত ৪ ম্যাচে ৮৭.৪০ গড়ে ৪৩৭ রান করেছেন হ্যারিস। আগের দুই মৌসুম মিলিয়ে করেছিলেন ১ হাজার ৫১৪ রান।

ভিক্টোরিয়ার হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে টেস্ট দলে সুযোগ মিললেও হ্যারিসের শুরুটা ছিল নিজ রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১০-১১ মৌসুমে তৃতীয় ম্যাচেই করেছিলেন ১৫৭। তবে থিতু হতে পারছিলেন না দলে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার তখনকার কোচ জাস্টিন ল্যাঙ্গার তখন তাকে নিয়ে বলেছিলেন, “মাঝেমধ্যে উজ্জ্বল হয়ে ফুটে ওঠা গড়পড়তা একজন।”

ভাগ্য বদলের আশায় ২০১৬ সালে পাড়ি জমান ভিক্টোরিয়ায়। বদলে যায় ক্যারিয়ারের মোড়ও। টেস্ট দলে জায়গা পেলেন, যখন সেই ল্যাঙ্গারই জাতীয় কোচ!

হ্যান্ডসকম টেস্ট ক্যারিয়ারের শুরুটা দারুণ করলেও পরে পথ হারান। টেস্ট দল থেকে বাদ পড়েছেন দুই দফায়। সবশেষ সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাইরে ছিলেন দলের। বাইরে থাকার সময়টায় সাবেক অস্ট্রেলিয়া ওপেনার ক্রিস রজার্সের সঙ্গে কাজ করেছেন টেকনিক ও পায়ের কাজ নিয়ে। শেফিল্ড শিল্ডে পারফরম্যান্স এবার যদিও খুব দারুণ নয়। ৪ ম্যাচে ২২৭ রান করেছেন ৩৭.৮৩ গড়ে। তবে তার ব্যাটিংয়ের উন্নতিতে সন্তুষ্ট নির্বাচকেরা।

১৪ জনের দলে পেসার ৫ জন। মূল তিন পেসার মিচেল স্টার্ক, জশ হেইজেলউড ও প্যাট কামিন্সের সঙ্গে আছেন পিটার সিডল ও ক্রিস ট্রিমেইন।

চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেইডে, দ্বিতীয়টি ১৪ ডিসেম্বর থেকে পার্থে।

টেস্টের অস্ট্রেলিয়া দল: মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খাওয়াজা, শন মার্শ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, টিম পেইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেইজেলউড, নাথান লায়ন, ক্রিস ট্রিমেইন, পিটার সিডল, পিটার হ্যান্ডসকম।