বিদায়ী ম্যাচে রাজিনের ফিফটি

বিদায়ী ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল রাজিন সালেহ। টপ অর্ডারের ব্যর্থতায় ঢাকার বিপক্ষে চাপে পড়ে যাওয়া সিলেটকে ফিফটিতে পথ দেখিয়েছেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2018, 12:15 PM
Updated : 5 Nov 2018, 12:15 PM

এনসিএলের দ্বিতীয় স্তরের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচের প্রথম দিনের খেলা শেষে সিলেটের সংগ্রহ ৬ উইকেটে ২২০ রান। কিপার ব্যাটসম্যান জাকের আলী ৪০ ও এনামুল হক জুনিয়র ১৪ রানে ব্যাট করছেন। 

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ৪০ রানের ভেতর টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় সিলেট। 

ইমতিয়াজ হোসেনকে ফিরিয়ে দেন শাহাদাত হোসেন। শানাজ আহমেদ ও জাকির হাসান বিদায় নেন শুভাগত হোমের অফ স্পিনে। 

সিলেটের নিয়মিত অধিনায়ক ইমতিয়াজ এই ম্যাচে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন রাজিনের কাছে। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন রাজিন। ২০১ বলে ৭ চার ও এক ছক্কায় গড়া ডানহাতি ব্যাটসম্যানের ৬৭ রানের ইনিংস থামান শাহাদাত।

রাজিনের বিদায়ের পর দিনের বাকি সময়টা এনামুলকে নিয়ে কাটিয়ে দেন জাকের। দুই জনে এরই মধ্যে গড়েছেন ৩৬ রানের জুটি। 

ঢাকার অফ স্পিনার শুভাগত ও পেসার শাহাদাত নেন দুটি করে উইকেট।  

সংক্ষিপ্ত স্কোর: 

সিলেট ১ম ইনিংস: ৯১ ওভারে ২২০/৬ (ইমতিয়াজ ১৪, শানাজ ১০, জাকির ১৫, রাজিন ৬৭, কাপালী ২৮, শাহানুর ২৯, জাকের ৪০*, এনামুল জুনিয়র ১৪*; শাহাদাত ২/৫২, নাজমুল ০/২০, মোশাররফ ১/৬০, শুভাগত ২/৩৩, তাইবুর ০/৪৪, সাইফ ০/১১)