জিম্বাবুয়ের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দলে শাহাদাত

পেস নির্ভর বোলিং আক্রমণ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দল সাজিয়েছে বাংলাদেশ। ১২ সদস্যের বিসিবি একাদশ দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার শাহাদাত হোসেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2018, 07:27 PM
Updated : 24 Oct 2018, 07:27 PM

এনসিএলের এবারের আসরের প্রথম রাউন্ডে ৮ উইকেট নেওয়া শাহাদাত দেশের হয়ে সবশেষ খেলেছিলেন ২০১৫ সালে। টেস্ট দলের জন্য নিজের দাবি জানিয়ে রাখার সুযোগ ৩২ বছর বয়সী এই পেসারের সামনে। 

পেস আক্রমণে তার সঙ্গী রুবেল হোসেন, এবাদত হোসেন ও আবু হায়দার। জ্বর থেকে সেরে উঠা রুবেল হোসেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে ছিলেন একাদশের বাইরে। অতিথিদের বিপক্ষে বিকেএসপিতে ওয়ানডে প্রস্তুতি ম্যাচে ১৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন এবাদত।

বাংলাদেশ দলে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক। বাজে সময় কাটানো মোসাদ্দেক হোসেনও আছেন দলে।

নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, জাকির হাসানের মতো তরুণরা ডাক পেয়েছেন। ওয়ানডেতে নিজের প্রথম দুই ইনিংসে শূন্য রানে ফেরা ফজলে মাহমুদ রাব্বি ডাক পেয়েছেন প্রস্তুতি ম্যাচের দলে।

আগামী সোমবার চট্গ্রামে শুরু হবে প্রস্তুতি ম্যাচ।

বিসিবি একাদশ: ফজলে মাহমুদ রাব্বি, মিজানুর রহমান, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, আবু হায়দার, রুবেল হোসেন, শাহাদাত হোসেন।