খুলনাকে টানলেন মিঠুন ও জিয়া

দুই ওপেনার ফিরলেন দ্রুত। পরের দুই ব্যাটসম্যান থিতু হয়েও ফিরলেন পিঠেপিঠি। শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়েও খুলনা ছিল বিপাকে। সেখান থেকে দলকে টানলেন মোহাম্মদ মিঠুন ও জিয়াউর রহমান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 12:10 PM
Updated : 9 Oct 2018, 12:10 PM

বিপদ যদিও কাটেনি পুরোপুরি। বরং লিড নেওয়ার সম্ভাবনায় এগিয়ে বরিশালই। দ্বিতীয় দিন শেষে বরিশালের চেয়ে ঠিক ১০০ রানে পিছিয়ে খুলনা, হাতে উইকেট কেবল চারটি।

খুলনায় জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচটিতে প্রথম ইনিংসে বরিশাল করেছে ২৯৯। খুলনা মঙ্গলবার দিন শেষ করেছে ৬ উইকেটে ১৯৯ রান নিয়ে।

৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দিন শুরু করেছিল বরিশাল। শেষ দুই জুটিতে এ দিন তারা যোগ করতে পারে আর ৩৩ রান। ৪৮ রান নিয়ে অপরাজিত থাকা নুরুজ্জামান শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ৭৬ রান করে।

বরিশালকে তিনশর নিচে আটকে রাখার স্বস্তি নিয়ে খেলতে নেমে খুলনা পড়ে যায় কামরুল ইসলাম রাব্বির তোপের মুখে। বরিশাল অধিনায়ক ইনিংসের প্রথম ওভারেই ফেরান ইমরুল কায়েসকে। খানিক পর ফিরিয়ে দেন আরেক ওপেনার এনামুল হককেও।

তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন সৌম্য সরকার ও তুষার ইমরান। আগের ম্যাচে সাতে নেমে সেঞ্চুরি করা সৌম্য এবার সোহাগ গাজীর অফ স্পিনে কাটা পড়েন ৩৩ রানে।

আগের রাউন্ডে জোড়া সেঞ্চুরি করা তুষার এবার শুরুটা ভালো করেও লম্বা করতে পারেননি ইনিংস। ৩১ রানে তিনিও শিকার সোহাগের। মনির হোসেনের বাঁহাতি স্পিনে ৫ রানেই বোল্ড নুরুল হাসান। ৮৮ রানে ৫ উইকেট হারিয়ে তখন ধুঁকছে খুলনা।

পাঁচে নামা মিঠুন ও অভিজ্ঞ জিয়ার ব্যাট সেই বিপর্যয় থেকে উদ্ধার করে খুলনাকে। ষষ্ঠ উইকেটে দুজনের জুটিতে আসে ১০৬ রান।

এশিয়া কাপ খেলার পর বিশ্রাম কাটিয়ে জাতীয় লিগের প্রথম সুযোগে মিঠুন করেছেন চারটি চার ও তিন ছক্কায় ৭২ রান। শেষ বিকেলে তাকে হারিয়ে আরেকটি ধাক্কা হজম করে খুলনা।

তবে ১১২ বলে ৪৬ রান করে টিকে আছে জিয়াউর। তরুণ আফিফ হোসেনকে নিয়ে তৃতীয় সকালে শুরু হবে তার লড়াই।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ২৯৯

খুলনা ১ম ইনিংস: ৭৫ ওভারে ১৯৯/৬ (ইমরুল ৬, এনামুল ৬, সৌম্য ৩৩, তুষার ৩১, মিঠুন ৭২, নুরুল ৪, জিয়াউর ৪৬*, আফিফ ০*; কামরুল ২/২৬, মনির ১/৫১, সোহাগ ২/৫৮, সালমান ১/২৭, মোসাদ্দেক ০/২৩, ফজলে মাহমুদ ০/১৩)।