ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2018 02:43 PM BdST Updated: 30 Sep 2018 03:47 PM BdST
ক্রমশ নিজের সেরা ছন্দে ফিরছেন মুস্তাফিজুর রহমান। ফিরে পাচ্ছেন নিজের গতি। নতুন-পুরান দুই বলেই এশিয়া কাপে ছড়িয়েছেন দ্যুতি। তার ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা দ্বাদশ স্থানে।
আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া মুস্তাফিজ পৌঁছেছেন ক্যারিয়ার সেরা ৬৫১ রেটিং পয়েন্টে।
২৭ নম্বরে আছেন মাশরাফি বিন মুর্তজা। ২৯ নম্বরে সাকিব আল হাসান। এশিয়া কাপে দারুণ বোলিং করা রুবেল হোসেন আছেন ৪২ নম্বরে।
শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। দুই নম্বরে আছেন রশিদ। তিন ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন কুলদীপ।

বোলিংয়ের মতো ব্যাটিংয়েও ২৯ নম্বরে আছেন সাকিব। আরেক ব্যাটিং ভরসা মাহমুদউল্লাহ ৪০ নম্বরে। ভারতের বিপক্ষে ফাইনালে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস দিয়েছেন লম্বা লাফ। ১০৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১৬ নম্বরে।
এশিয়া কাপে বিশ্রামে থাকা ভারতের বিরাট কোহলি ধরে রেখেছেন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। দুই ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। তিনে আছেন ইংল্যান্ডের জো রুট।
চোটের জন্য মাঝপথে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া সাকিবকে সরিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন রশিদ। ছয় ধাপ এগিয়ে আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে অলরাউন্ডারদের চূড়ায় উঠলেন তিনি।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’