লর্ডস টেস্টের ইংল্যান্ড দলে পোপ

ছন্দ হারিয়ে ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়েছেন দাভিদ মালান। তার জায়গায় ভারতের বিপক্ষে লর্ডস টেস্টের দলে ডাক পেয়েছেন অলিভার পোপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2018, 03:35 PM
Updated : 5 August 2018, 03:35 PM

প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া ২০ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান পোপ খেলেছেন ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ। ৬৩.২৫ গড়ে করেছেন ১ হাজার ১২ রান। চারটি সেঞ্চুরির পাশে তার ফিফটি তিনটি।

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না মিডল অর্ডার ব্যাটসম্যান মালানের। এই গ্রীষ্মে খেলা তিন টেস্টের কোনোটিতে ত্রিশ পর্যন্ত যেতে পারেননি। ফিল্ডিংও ছিলেন বিবর্ণ। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে স্লিপে জীবন দেন কোহলিকে। ২১ রানে ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া ভারত অধিনায়ক শেষ পর্যন্ত করেন ১৪৯ রান।

দেশের হয়ে ১৫ টেস্টে ২৭.৮৪ গড়ে মালানের রান ৭২৪। দেশের মাটিতে রেকর্ড আরও খারাপ। ৮ ম্যাচে রান করেন মাত্র ২০.২৩ গড়ে।

ব্রিস্টলে এই সপ্তাহে আদালতে হবে বেন স্টোকসের শুনানি। তাই দলে নেই এই অলরাউন্ডার। তার জায়গায় ফিরেছেন ক্রিস ওকস।

পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

টেস্টের ইংল্যান্ড দল: অ্যালেস্টার কুক, কিটন জেনিংস, জো রুট, অলিভার পোপ, জনি বেয়ারস্টো, জস বাটলার, মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, স্যাম কারান, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, জেমি পোর্টার।