ত্রয়ীর ঝড়ে আয়ারল্যান্ডের প্রথম জয়

ওপেনিংয়ে ঝড় তুললেন পল স্টার্লিং, তিনে নেমে অ্যান্ড্রু বালবার্নি। পাঁচে নেমে ঝড়েই শেষ করলেন গ্যারি উইলসন। এই ত্রয়ীর দারুণ ব্যাটিংয়ে র‌্যাঙ্কিংয়ের এগারোয় থাকা স্কটল্যান্ডকে হারাল সতেরোয় থাকা আয়ারল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2018, 06:55 PM
Updated : 16 June 2018, 06:55 PM

নেদারল্যান্ডসের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খাদের কিনারায় চলে গিয়েছিল আয়ারল্যান্ড। অবশেষে স্কটল্যান্ডকে ৪৬ রানে হারিয়ে পেল প্রথম জয়ের স্বাদ।

নেদারল্যান্ডসের ডেভেন্টারে আইরিশরা ২০ ওভারে তুলেছিল ৫ উইকেটে ২০৫ রান। স্কটিশরা ২০ ওভারে ৫ উইকেটে করতে পারে ১৫৯ রান।

আয়ারল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটসম্যানের দুই জন ছুঁতে পারেননি দুই অঙ্ক। বাকি তিন জনই ছিলেন খুনে চেহারায়।

আইরিশদের বড় স্কোর পেতে স্টার্লিংয়ের ভালো শুরু কতটা গুরুত্বপূর্ণ, সেটি প্রমাণ হয়েছে আবার। ১০ চারে ২৯ বলে ৫১ করে দলকে এনে দন উড়ন্ত শুরু।

তিনে নেমে বালবার্নি করেছেন ১১ চার ও ১ ছক্কায় ৪০ বলে ৭৪। আর অধিনায়ক উইলসনের ব্যাটে ৩৮ বলে অপরাজিত ৫৮। তাতেই দল ছাড়ায় দুইশ।

বড় রান তাড়ায় স্কটিশদের শুরুটাও ছিল দুর্দান্ত। ওপেনিংয়ে জর্জ মানজি ও কাইল কোয়েটজার পাওয়ার প্লে কাজে লাগান দারুণভাবে। কিন্তু বড় রান তাড়ায় দরকার ছিল অন্তত একজনের বড় স্কোর, যেটি করতে পারেননি কেউ।

২৪ বলে ৪১ রানে ফেরেন মানজি, ২২ বলে ৩৩ রানে কোয়েটজার। তিনি নেমে রিচি বেরিংটন করেছেন ২৬ বলে ২৯।

বড় ভরসা ক্যালাম ম্যাক্লাউড শেষ ১২ রানে। ১০ ওভারের পর থেকে ক্রমে পথচ্যুত হওয়া স্কটিশরা আর প্রতিদ্বন্দ্বীতাই গড়তে পারেনি।