পদত্যাগ করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান সাদারল্যান্ড

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জেমস সাদারল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2018, 07:38 AM
Updated : 6 June 2018, 08:25 AM

মেলবোর্নে বুধবার সকালে এক বিবৃতিতে সাদারল্যান্ড বলেন, “প্রায় বিশ বছর ক্রিকেট অস্ট্রেলিয়ায় কাটানোর পর এটাই উপযুক্ত সময়। আমি খুব স্বস্তি বোধ করছি যে এটা আমার বিদায়ের জন্য সঠিক সময় এবং ক্রিকেটের জন্যও সঠিক।”

তবে এই সিদ্ধান্তে সম্প্রতি ঘটে যাওয়া বল টেম্পারিং কেলেঙ্কারির কোনো প্রভাব নেই বলে দাবি সাদারল্যান্ডের।

“আমার সিদ্ধান্তের উপর এর কোন প্রভাব নেই। আমি প্রায় দুই বছর এই সিদ্ধান্তের কথা ভাবছিলাম।”

ঘোষণা দিলেও এখনই সরে যাচ্ছেন না ৫২ বছর বয়সী এই কর্মকর্তা। বোর্ডকে ১২ মাসের সময় দিচ্ছেন যোগ্য উত্তরসূরি খুঁজে বের করতে।

১৯৯৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ায় যোগ দেওয়া সাদারল্যান্ড তিন বছর পর ২০০১ সালে প্রধান নির্বাহী হিসেবে কাজ শুরু করেন। তার সময়কালে তিন বার ওয়ানডে বিশ্বকাপ ও একটি টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। তবে তার সবচেয়ে বড় অর্জন গত বছর বেতন কাঠামোর দাবিতে খেলোয়াড়দের আন্দোলনকে সফলভাবে সমাধান করা।