জিম্বাবুয়ের অন্তর্বর্তীকালীন কোচ রাজপুত

ভারতের সাবেক ক্রিকেটার লালচাঁদ রাজপুতকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2018, 01:37 PM
Updated : 17 May 2018, 01:37 PM

দেশের মাটিতে জিম্বাবুয়ে বিশ্বকাপ বাছাই পর্ব উতরাতে না পারার ব্যর্থতায় বরখাস্ত করা হয় প্রধান কোচ হিথ স্ট্রিকসহ কোচিং স্টাফের সবাইকে। সরিয়ে দেওয়া হয় প্রধান নির্বাচক টাটেন্ডা টাইবু ও অধিনায়ক গ্রায়েম ক্রিমারকে। সাবেক পেসার স্ট্রিকের জায়গায় দায়িত্ব পেলেন আফগানিস্তানের সাবেক কোচ ৫৬ বছর বয়সী রাজপুত।

আগামী জুলাইয়ে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে নিয়ে জিম্বাবুয়ের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পথ চলা শুরু হবে নতুন কোচের।

ভারতের হয়ে ২টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলেন রাজপুত। ১১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই উদ্বোধনী ব্যাটসম্যান ১৭ বছরে ক্যারিয়ার শেষে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনে যোগ দেন।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত দলের ম্যানেজার ছিলেন রাজপুত। রঞ্জি ট্রফিতে মুম্বাই দলের এবং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। ২০১৬ সালের জুন থেকে গত বছরের অগাস্ট পর্যন্ত ছিলেন আফগানিস্তানের প্রধান কোচ।