কেঁদে তো লাভ নেই: সাকিব
ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2018 02:15 AM BdST Updated: 19 Mar 2018 11:40 AM BdST
মাঠের ভেতরে হোক বা বাইরে, ড্রেসিং রুমে হোক বা সংবাদ সম্মেলনে, আবেগের প্রকাশ খুব একটা দেখা যায় না সাকিব আল হাসানের মাঝে। আরও একটি ফাইনালে আরও একবার খুব কাছে গিয়ে হারার পর সাকিবকে যথারীতি দেখা গেল নির্লিপ্ত। হতাশা আছে, তবে মুষড়ে পড়ছেন না। আক্ষেপ আছে, তবে বেদনায় পুড়ে মরছেন না।
ফাইনালে বাংলাদেশের যন্ত্রণাময় হারের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। হাতের মুঠো থেকে বাংলাদেশ ফেলে দিয়েছে জয়। শেষ বলে ছক্কায় ভারত জিতে নিয়েছে ট্রফি।
শেষ বলে ছক্কা হজম করা বোলার সৌম্য মাঠেই নুইয়ে পড়েছিলেন। চোখের কোণে চিকচিক করছিল জল। হতাশায় ডুবে ছিলেন দলের অন্যরাও। তবে সংবাদ সম্মেলনের ঝড় সাকিব সামলালেন স্বাভাবিকভাবেই। আরও একটি ফাইনালে কাছে গিয়ে হারের জন্য হতাশা আছে। তার মধ্যেও খুঁজে নিয়েছেন ইতিবাচকতা।
“এখন কি করব? কেঁদে লাভ আছে? আবেগ থাকে, থাকতে পারে। কিন্তু এরকম পরিস্থিতিতে আসলে কিছু আর করার নেই। হয়তো শিখতে পারি। পরের বার আবার সুযোগ পেলে হয়তো চেষ্টা করতে পারি। আমরা বেশ কটি ফাইনাল হারলাম এ রকম। বেশিরভাগই ক্লোজ ছিল। সবচেয়ে ক্লোজ হয়েতা এশিয়া কাপেরটা (২০১২ সালে) ছিল, এটা হয়ত আরও ক্লোজ হলো। এভাবেই তো এগোচ্ছি!”
রঙিন পোশাকে দুই সংস্করণে গত ৯ বছরে এই নিয়ে ৫টি ফাইনাল হারল বাংলাদেশ। চারটিতেই বাংলাদেশে হেরেছে কাছে গিয়ে। সবচেয়ে যন্ত্রণার হার ছিল হয়ত ২০১২ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ২ রানের হার।
বারবার বড় ম্যাচ হারলে প্রশ্ন জাগে টেম্পারামেন্ট নিয়ে। স্নায়ুর চাপের সঙ্গে মানিয়ে নিতে না পারার ব্যর্থতা নিয়ে। মানসিকশক্তির ঘাটতি নিয়ে। প্রশ্ন উঠলও। তবে সাকিব তাতে খুব একটা একমত হলেন না। বাংলাদেশ অধিনায়ক বরং দায় দিচ্ছেন ভাগ্যকে।
“এটা কি স্নায়ুর চাপ নাকি ভাগ্য, সেটা বলা মুশকিল। ধরেন, এক ওভারে ৯ রান দরকার ছিল (২০১২ এশিয়া কাপের ফাইনালে), খুব বেশি কিন্তু নয়। হয়নি। আবার আজকে শেষ বলে ৫ রান, বেশিরভাগ সময়ই করা যায় না। ১০ বারের মধ্যে হয়ত ৬-৭ বারই বোলার পারবে। শেষ ২ ওভারে ৩৫ রান থাকলেও বেশিরভাগ সময়ই বোলিং দলের জেতার কথা। স্রেফ হয়নি আজ। এটাকে আমি স্নায়ুর চাপ বলব না। ওদের ব্যাটসম্যান বেশি ভালো খেলেছে। ভাগ্যও ছিল না পক্ষে।”
-
শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
-
রিজওয়ান ও বোলারদের নৈপুণ্যে জিতল পাকিস্তান
-
৫ বছরের জন্য নিষিদ্ধ আমিরাতের পেসার কাদির
-
শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
-
তামিমের হতাশাময় বিদায়, শান্তর নির্ভরতা
-
টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
-
ক্যাচিং অনুশীলন করিয়ে সেঞ্চুরি হাতছাড়া তামিমের
-
তামিম-জুনায়েদের ১২ বছর পর তামিম-শান্ত
সর্বাধিক পঠিত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ
- আগের নিয়মেই চলবে ব্যাংক ও পুঁজিবাজার
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন