সামনে এবার শ্রীলঙ্কার চ্যালেঞ্জ
ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2018 09:05 PM BdST Updated: 09 Mar 2018 09:05 PM BdST
দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছে হারের ক্ষত এখনও শুকোয়নি। এর মধ্যেই আবার সামনে শ্রীলঙ্কা। এটি যেমন ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ, তেমনি শঙ্কা আছে তা আরও দগদগে হয়ে ওঠারও। এবার বরং চ্যালেঞ্জটাকে আরও কঠিন দেখছেন তাসকিন আহমেদ।
বাংলাদেশের মাটিতে সিরিজের আগে পিছিয়ে ছিল শ্রীলঙ্কাই। কিন্তু সেই সফর দিয়েই ঘুরে দাঁড়ানোর শুরু। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন, টেস্ট সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে লঙ্কানরা।
সেই শ্রীলঙ্কা এবার খেলবে দেশের মাটিতে। এগিয়ে থাকার জন্য যথেষ্ট এটুকুই। তবে শেষ নয় সেখানেই। বাংলাদেশ থেকে ফেরার পরও চলছে লঙ্কানদের সুসময়। প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে ‘ফেভারিট’ ভারতকে।
বাংলাদেশের অবস্থা ঠিক উল্টো। আরও দীর্ঘায়িত হয়েছে দুঃসময়। শ্রীলঙ্কার সঙ্গে পেরে না ওঠা ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। চ্যালেঞ্জটা তাই এবার আরও কঠিন, অনুভব করতে পারছেন তাসকিন।

চ্যালেঞ্জ জয়ের পথটাও জানা আছে তাসকিনদের। স্কিলের জায়গাটায় খুব পার্থক্য দেখছে না বাংলাদেশ, ঘাটতি মানসিকতায়। আগ্রাসী ক্রিকেট খেলে মানসিক বাধার দেয়াল গুঁড়িয়ে দিতে চান তাসকিন।
“মানসিকভাবে শক্ত থেকে ওদের সঙ্গে লড়াই করতে হবে। আমাদের সেই স্কিল আছে। সেটা আগে প্রমাণও করেছি। হয়ত সাম্প্রতিক সময় ভালো কাটেনি। আশা করি, আমরা ঘুরে দাঁড়াব। ওদেরকে হারাতে হলে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। যদিও শেষ দুই ম্যাচ হেরেছি ওদের কাছে, তার পরও আমরা বিশ্বাসী।”
শুধু শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ই নয়, তাসকিনের আশায় সীমানায় আছে ফাইনালও।
“এখনও আমাদের তিনটি ম্যাচ আছে। তার মানে সুযোগ আছে। তিনটির মধ্যে দুটি ভালো ভাবে জিততে হবে রান রেট ভালো রাখতে। কিংবা তিনটিই জিতলে এমনিতেই হয়ে যাবে (ফাইনাল খেলা)। একটা ম্যাচ খারাপ করেছি মানেই এই নয় যে আমরা খারাপ করব। সামনে ভালো হবে।”
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন