বাংলাদেশের সামনে অসম্ভবের কাছাকাছি লক্ষ্য

লক্ষ্যটা কঠিন হয়ে পড়েছিল আগের দিনই। তৃতীয় দিন সকালে আরও বাড়ল শ্রীলঙ্কার রান। আরও দূরে সরল বাংলাদেশের জয়ের সম্ভাবনা। শেষ পর্যন্ত বাংলাদেশের লক্ষ্যটা যা দাঁড়াল, উইকেটের অবস্থা ও ম্যাচের পরিস্থিতি বিবেচনায় বলা যায় তা অসম্ভবের কাছাকাছি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2018, 05:06 AM
Updated : 10 Feb 2018, 05:06 AM

মিরপুর টেস্টের তৃতীয় দিন সকালে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২৬ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে লঙ্কানদের ১১২ রানের লিড মিলিয়ে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ৩৩৯ রান।

৮ উইকেটে ২০০ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। প্রথম উইকেটের দেখা পেতেই বাংলাদেশের লেগে যায় প্রায় ৫০ মিনিট। রোশেন সিলভা ও সুরাঙ্গা লাকমল বাড়ান দলের রান।

এর মধ্যে যথারীতি ক্যাচ পড়েছে স্লিপে। লাকমলের ক্যাচ নিতে পারেননি সাব্বির রহমান।

শেষ পর্যন্ত ৪৮ রানের জুটি ভেঙেছে লাকমলের বিদায়ে। তাইজুল ইসলামকে স্লগ করতে গিয়ে ২১ রানে বোল্ড হন লাকমল।

পরের উইকেটটির জন্য অপেক্ষা দীর্ঘায়িত হয়নি আর। রঙ্গনা হেরাথ এলবিডব্লিউ প্রথম বলেই।

দুর্দান্ত ব্যাট করে ৭০ রানে অপরাজিত ছিলেন রোশেন। ক্যারিয়ারের প্রথম ৩ টেস্টে তার ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি, ব্যাটিং গড় ১০৩।

সিরিজে টানা তৃতীয় ইনিংসে চার উইকেট নিয়েছেন তাইজুল।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২২২

বাংলাদেশ ১ম ইনিংস: ১১০

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৭৩.৫ ওভারে ২২৬ (আগের দিন ২০০/৮) (করুনারত্নে ৩২, মেন্ডিস ৭, ধনঞ্জয়া ২৮, গুনাথিলাকা ১৭, চান্দিমাল ৩০, সিলভা ৭০*, ডিকভেলা ১০, দিলরুয়ান ৭, ধনঞ্জয়া ০, লাকমল ২১, হেরাথ ০; রাজ্জাক ১৭-২-৬০-১, মুস্তাফিজ ১৭-৩-৪৯-৩, তাইজুল ১৯.৫-২-৭৬-৪, মিরাজ ২০-৫-৩৭-২)