আবার বোলিংয়ের অনুমতি পেলেন ভিটরি

সব ঠিকঠাক থাকলে এখন তিনি থাকতে পারতেন বাংলাদেশে। নেতৃত্ব দিতে পারতেন জিম্বাবুয়ের পেস আক্রমণের। কিন্তু পথ হারিয়ে ব্রায়ান ভিটরি এখন অন্য গলিতে। তবে জিম্বাবুয়ে দল বাংলাদেশে থাকার সময়ই পেলেন একটি সুখবর। অ্যাকশন শুধরে আবার বোলিংয়ের অনুমতি পেয়েছেন জিম্বাবুয়ের বাঁহাতি এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 01:47 PM
Updated : 20 Jan 2018, 01:47 PM

অ্যাকশন শুধরে পরীক্ষা দেওয়ার পর বৈধ প্রমাণিত হয়েছে ২৭ বছর বয়সী এই পেসারের বোলিং অ্যাকশন।

২০১১ সালে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই ভিটরির সাড়া জাগনো অভিষেক। টেস্ট অভিষেকে বাংলাদেশের বিপক্ষে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর প্রথম দুই ওয়ানডেতেই ৫টি করে উইকেট।

সেই ভিটরি সাড়ে ৬ বছরে ওয়ানডে খেলতে পেরেছেন মোট ২০টি, উইকেট কেবল ২৯টি। টেস্ট খেলেছেন মোটে ৪টি।

ফিটনেস সমস্যা ছিল, সঙ্গে ছিল ছন্দ হারানো। তবে গত কয়েক বছরে ভুগেছেন অ্যাকশনের সমস্যা নিয়েই। ২০১৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টিতে প্রশ্নবিদ্ধ হয় তার অ্যাকশন। পরের মাসেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে উতরাতে না পারায় নিষিদ্ধ হন।

অ্যাকশন নিয়ে কাজ করে পরীক্ষা দিয়ে আবার বোলিংয়ের অনুমতি পান সে বছরেরই জুন মাসে। কিন্তু খুব বেশি দিন টিকতে পারেননি। সে বছরেরই নভেম্বরে আবার প্রশ্নবিদ্ধ হয় অ্যাকশন। আবারও পরীক্ষায় উতরাতে ব্যর্থ হন। এক বছরের মধ্যে দুবার পরীক্ষায় ব্যর্থ হওয়ায় নিষিদ্ধ হন এক বছরের জন্য।

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বরে। এবার অ্যাকশনের পরীক্ষা দেওয়ার পর আবার অনুমতি পেলেন বোলিংয়ের।