১০ হাজার ছুঁয়ে তুষারের অনন্য কীর্তি

ক্ষণ গণনা চলছিল বিসিএলের আগের রাউন্ড থেকেই। সেই ম্যাচে থমকে গিয়েছিলেন খুব কাছে গিয়েও। এবার ফুরাল অপেক্ষা। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তুষার ইমরান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 10:46 AM
Updated : 15 Jan 2018, 02:32 PM

বিসিএলের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে বিকেএসপিতে দক্ষিণাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে সোমবার অনন্য এই উচ্চতায় পৌঁছেছেন তুষার।

এবারের বিসিএল তুষার শুরু করেছিলেন ১০ হাজার থেকে ১৪০ রান দূরে থেকে। আগের রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে একমাত্র ইনিংসে আউট হন ১০৫ রানে।

সোমবার বিকেএসপিতে ম্যাচ শুরু হতে দেরি হয় অনেক। কুয়াশার কারণে খেলা শুরুই হয় দুপুর পৌনে তিনটায়। দক্ষিণাঞ্চল ২২ রানেই ২ উইকেট হারালে উইকেটে নামেন তুষার।

তার শুরুটা ছিল একটু ধীরে। পরে বাড়ান গতি। আসতে থাকে বাউন্ডারি। ২৬ থেকে টানা তিন বাউন্ডারিতে ছাড়িয়ে যান ১০ হাজার। মাইলফলক ছোঁয়া বাউন্ডারি এসেছে তানবীর হায়দারের বলে।

বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রানও নেই আর কারও। অনেকটা পিছিয়ে থেকে তালিকার দুইয়ে অলক কাপালি।

প্রথম শ্রেণিতে তুষারের একটি ১৫৪তম ম্যাচ, সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। তার ২৫ সেঞ্চুরিও বাংলাদেশের রেকর্ড।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান:

ক্রিকেটার

ম্যাচ

রান

তুষার ইমরান

১৫৪*

১০০০০

অলক কাপালি

১৫১*

৮৪৪০

রাজিন সালেহ

১৪২

৮১৩৫

ফরহাদ

১২৩*

৭৩৯৭

আশরাফুল

১৪৪*

৭৩২৩

* ম্যাচ চলছে