অস্ট্রেলিয়া ওয়ানডে দল থেকে বাদ ম্যাক্সওয়েল

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2018, 11:20 AM
Updated : 3 Jan 2018, 11:20 AM

অধিনায়ক স্টিভেন স্মিথ ম্যাক্সওয়েলকে দিয়েছেন সতর্কবার্তা। অনুশীলনের ক্ষেত্রে উন্নতি না করলে ২০১৯ বিশ্বকাপে হয়তো খেলা হবে না তার।

বুধবার ঘোষিত ১৪ জনের দলে বড় পরিবর্তন ম্যাক্সওয়েলের বাদ পড়া। টি-টোয়েন্টির বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস লিন ডাক পেয়েছেন তার জায়গায়। যদিও কুইন্সল্যান্ডের এই ক্রিকেটার তার রাজ্য দলের হয়ে খেলছেন না। কাঁধের সমস্যাটাও তাকে ভোগাচ্ছে খুব।

ওয়ানডেতে ম্যাক্সওয়েলের গড় এখন পড়তির দিকে। ডানহাতি ব্যাটসম্যানের স্ট্রাইক রেটও নিম্নমুখী। ব্যাটিংয়ে ধারাবাহিকতা হারিয়ে হারালেন জায়গা।

অ্যাশেজে গ্লাভসহাতে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন টিম পেইন। বিগ ব্যাশ লিগে বোলিংয়ে ভালো করার পুরস্কার পেয়েছেন ঝাই রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই। পেস বোলিং আক্রমণের মূল ভূমিকায় থাকবেন মিচেল স্টার্ক, জশ হেইজেলউড, প্যাট কামিন্স।      

অস্ট্রেলিয়া ওয়ানডে দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জশ হেইজেলউড, ট্র্যাভিস হেড, ক্রিস লিন, মিচেল মার্শ, টিস পেইন, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা।