‘পাগলাটে কথায় হাসিয়ে নির্ভার করে দেয় মাশরাফি’

মাশরাফি বিন মুর্তজা যেন এক পরশ পাথর, যার ছোঁয়ায় প্রাণবন্ত হন সবাই। রংপুর রাইডার্সে খেলে এবার সেটি অনুভব করলেন ক্রিস গেইল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 05:47 AM
Updated : 14 Dec 2017, 06:05 AM

আগেও একবার মাশরাফির নেতৃত্বে বিপিএল খেলেছেন ক্রিস গেইল; ২০১৩ বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সে। তবে সেবার ছিল কেবল একটি ম্যাচ। এক ম্যাচ খেলে সেঞ্চুরি করে ফিরে গিয়েছিলেন। এবার শুরুর কিছু দিন বাদ দিয়ে খেললেন পুরো মৌসুম। আরও ভালো করে দেখছেন, বুঝলেন মাশরাফির অধিনায়কত্ব। চিনলেন মানুষ মাশরাফিকে। এবার যে অভিজ্ঞতা হলো, তাতে মুগ্ধতার শেষ নেই গেইলের।

“ম্যাশ অবশ্যই অসাধারণ অধিনায়ক। অনেক অভিজ্ঞ একজন। মানুষ হিসেবেও দারুণ। পাগলাটে সব কথায় সবাইকে হাসিয়ে নির্ভার করে দেয়। ম্যাশের নেতৃত্বে খেলা তাই সবসময়ই দারুণ।”

সে জাতীয় দলের অধিনায়কও। আগেই বলেছি অনেক অভিজ্ঞ। তবে আমাদের দলে অধিনায়ক আসলে বেশ কজনই ছিলেন। ম্যাককালাম ছিল। যখন প্রয়োজন হয়েছে, আমরা সবাই মতামত দিয়েছি। ম্যাশ সবার কথা মন দিয়ে শোনে, যেটি আরেকটি ভালো ব্যাপার। শেষ পর্যন্ত হাল ছাড়ে না। ওর প্রতি দলের সবার শ্রদ্ধাবোধও দারুণ।”