পাঁচ আসরে চতুর্থ শিরোপায় তৃপ্ত মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2017 12:16 AM BdST Updated: 13 Dec 2017 03:37 PM BdST
“বাংলাদেশ প্রিমিয়ার লিগের নাম আগামী আসর থেকে বদলে নাকি মাশরাফি প্রিমিয়ার লিগ হবে?” সংবাদ সম্মেলনে একজন প্রশ্ন করলেন খুব সিরিয়াস ভঙ্গিতে। মাশরাফি বিন মুর্তজার মুখে লাজুক হাসি। সংবাদ সম্মেলন কক্ষে হাসির জোয়ার। একটি টুর্নামেন্ট পাঁচবারের আয়োজনে চারবারই যদি শিরোপা জিতে নেন একজন অধিনায়ক, এমন মজা করাই যায়!
প্রথম তিন আসরে অধিনায়ক মাশরাফি জিতেছিলেন হ্যাটট্রিক শিরোপা। শুরুর দুবার ঢাকা গ্ল্যাডিয়েটর্স অধিনায়ক হিসেবে। একবছর বিরতির পর টুর্নামেন্ট আবার শুরু হলো ২০১৫ থেকে। সেবার মাশরাফির নেতৃত্বে জিতল নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২০১৬ আসরে প্রথমবার সঙ্গী ব্যর্থতা। এবার মাশরাফির দল উঠতে পারেনি শেষ চারেও। সেই হতাশাকে উড়িয়ে দিলেন এবার। এবার প্রথম শিরোপা এনে দিলেন আরও একটি দলকে। মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
ফাইনাল শেষে বিপিএলের সফলতম অধিনায়কের কণ্ঠে থাকল তৃপ্তির রেশ।
“খুব ভালো লাগছে। রংপুরে যখন স্বাক্ষর করি, তখন ওদের প্রত্যাশা ছিল যে দলটা যেন সেমিফাইনাল খেলে। অনেক কষ্ট করে সেমিফাইনাল উঠতে হয়েছে। এতেই উনারা খুশি ছিলেন।”
চার নম্বরে থেকে শেষ চারে উঠেছি আমরা। শেষে থাকলে একটা জিনিস সাহায্য করে যে দুটি সেমি-ফাইনাল খেলতে হয়। সুবিধা ছিল যে আমাদের প্রত্যাশা কম ছিল।”
এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল-শেষের তিন ম্যাচে রংপুর জিতেছে ক্রিস গেইল, জনসন চার্লস ও ব্রেন্ডন ম্যাককালামের বিধ্বংসী ব্যাটিংয়ে। মাশরাফি জানালেন, দল তাকিয়ে ছিল তাদের দিকেই।
“আমরা জানতাম আমাদের দুই তিন জন বড় ক্রিকেটার আছে। তারা যদি বিধ্বংসী ব্যাট করতে পারে, তাহলে অন্য দলের জেতা কঠিন। ওরা ওইটাই করেছে। আমরা যা চাচ্ছিলাম তারা সেটাই করেছে।”
অধিনায়ক হিসেবে গোটা দলকে নিজেদের মেলে ধরার স্বাধীনতা দিয়েছিলেন মাশরাফি। সাফল্যের বড় কারণ হিসেবে উল্লেখ করলেন সেটি।
“চতুর্থ দল হিসেবে যখন গ্রুপ পর্ব পার করলাম, একটিই বার্তা ছিল, আমরা যে সুযোগ পেয়েছি, সেটা কাজে লাগাতে হবে। আমরা যেন অলআউট ক্রিকেট খেলি, স্বাধীনতা নিয়ে। যেটা করতে মন চায়, সেটা যেন পূর্ণ স্বাধীনতা নিয়ে করি। কোনো দোষাদোষী নেই। দায় চাপানো নেই। কেউ কাউকে দোষ দেয়নি। এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল।”
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
রানের বন্যা বইয়ে সেরার লড়াইয়ে বেয়ারস্টো- মিচেল-রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে