বৃষ্টির আগে মাসাকাদজার দারুণ সেঞ্চুরি

কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল শুরুতেই কাঁপিয়ে দিয়েছিলেন জিম্বাবুয়েকে। কিন্তু ভরসা হয়ে দলকে আগলে রাখল অনেক লড়াইয়ের অভিজ্ঞ একজনের ব্যাট। দারুণ সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উদ্ধার করলেন হ্যামিল্টন মাসাকাদজা। দিনের খেলা আগেভাগেই শেষ হলো বৃষ্টিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2017, 06:06 PM
Updated : 29 Oct 2017, 06:06 PM

বুলাওয়েয়োতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে রোববার খেলা হয়েছে ৬১ ওভার। মাসাকাদজার অপরাজিতে সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ১৬৯।

টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। ওপেনার সলোমন মিরেকে ফেরানোর পর ব্রেন্ডন টেইলরের বড় উইকেটও নেন কেমার রোচ। মাঝে গ্যাব্রিয়েল ফিরিয়ে দেন ক্রেইগ আরভিনকে। ১৪ রানে ৩ উইকেট হারিয়ে তখন ধুঁকছে জিম্বাবুয়ে।

সেখান থেকেই মাসাকাদজার প্রতিরোধ, সঙ্গী পিটার মুর। প্রথম রানের দেখা পেতে ১৭ বল লেগেছে মাসাকাদজার। অভিজ্ঞ ব্যাটসম্যান ঠাণ্ডা মাথায় এগিয়ে নিয়েছেন দলকে।

শন উইলিয়ামসের অসুস্থতায় সুযোগ পেয়ে দারুণ খেলেছেন মুরও। মাসাকাদজার সঙ্গে চতুর্থ উইকেটে গড়েন ১৪২ রানের দুর্দান্ত জুটি।

১৫৫ বলে ৫২ রান করে মুর বোল্ড হন রোস্টন চেইসের অফ স্পিনে লাইন মিস করে।

খানিক পরই মাসাকাদজা পঞ্চম টেস্ট সেঞ্চুরি স্পর্শ করেন ১৭০ বলে। এই ইনিংসের পথে ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান ছুঁয়েছেন ২ হাজার রানের মাইলফলকও। বৃষ্টিতে খেলা থামার সময় ৯ চার ও ২ ছক্কায় অপরাজিত তিনি ১০১ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৬১ ওভারে ১৬৯/৪ (মাসাকাদজা ১০১*, মিরে ৪, আরভিন ০, টেলর ১, মুর ৫২, রাজা ৯; গ্যাব্রিয়েল ১/৩৭, রোচ ১/২৪, ব্ল্যাকউড ০/৮, হোল্ডার ০/২৮, বিশু ০/৪৬, চেইস ১/২৬)।